108MP ক্যামেরা সহ অত্যাধুনিক AI ফিচার্স, সস্তায় সেরা ফোন হবে Tecno Pova 6 Neo

By :  techgup
Update: 2024-09-08 12:49 GMT

Tecno সম্প্রতি ভারতে Spark Go 1 লঞ্চ করেছে। স্মার্টফোনটির দাম মাত্র 7,299 টাকা রেখেছে তারা। এবার সংস্থা Tecno Pova 6 Neo 5G নামে একটি আকর্ষণীয় ফোন লঞ্চ করতে চলেছে, যার ল্যান্ডিং পেজ এই মুহূর্তে আমাজনে লাইভ হয়েছে। ওই মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, Tecno Pova 6 Neo 5G একাধিক AI ফিচার্সের সঙ্গে লঞ্চ হবে।

কোম্পানির দাবি, তাদের নতুন ফোন একটি AI পরিচালিত ডিভাইস যা ডিজিটাল জীবনের প্রতিটি দিককে উন্নত করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এতে এমন সব বৈশিষ্ট্য থাকবে, যা দৈনন্দিন কাজ সহজ করবে, সৃজনশীলতা বাড়াবে এবং সর্বোপরি মজা যোগ করবে।

Tecno Pova 6 Neo 5G-এর AI ফিচার্সের মধ্যে অন্যতম AIGC পোট্রেট। এটি সাধারণ ছবিকে স্বতন্ত্র অবতারে রূপান্তরিত করবে। যেখানে AI ম্যাজিক ইরেজার ছবি থেকে কোনও অবাঞ্ছিত বস্তু নির্বিঘ্নে সরিয়ে দেবে। মজার স্টিকার বানাতে সাহায্য করবে AI কাটআউট টুল। অন্যদিকে, Wallpaper 2.0 ব্যবহারকারীর পছন্দের উপর ভিত্তি করে নিখুঁত ওয়ালপেপার খুঁজে দেবে।

এছাড়াও, লেখার ভুলত্রুটি ধরানোর জন্যও থাকছে এআই নির্ভর বিশেষ প্রযুক্তি। উল্লেখ্য, সংস্থার তরফে দাবি করা হয়েছে, Tecno Pova 6 Neo 5G তার প্রাইস সেগমেন্টে প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন হবে। এতে 3x লসলেস ইন-সেন্সর জুম থাকবে, যা ছবির কোয়ালিটি না হারিয়েই জুম করতে দেবে। অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানা রয়েছে।

Tags:    

Similar News