108 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোন আজ প্রথম সেলে বিরাট ছাড়ে কিনুন, সাথে 5 হাজার টাকার অফার
গত 29শে এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করে Tecno Pova 6 Pro। আর আজ অর্থাৎ 4ঠা এপ্রিল এটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এর মাধ্যমে প্রথমবার এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ডিভাইসটির প্রারম্ভিক মূল্য 19,999 টাকা ধার্য করা হয়েছে। তবে লঞ্চ অফারের দৌলতে আপনারা পুরো 2,000 টাকা সাশ্রয় করতে পারবেন। আবার সম্পূর্ণ নিখরচায় প্রায় 5,000 টাকার সমতুল্য উপহারও নিজের নামে করতে পারবেন। ফিচারের কথা বললে নয়া Tecno Pova 6 Pro ফোনে FHD+ AMOLED ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, স্টেরিও স্পিকার সিস্টেম এবং 70 ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি। সর্বোপরি এই ফোনে 200টি রিয়ার এলইডি বর্তমান, যা 100-রও বেশি কাস্টমাইজেশনের সুবিধা দেবে।
ভারতে Tecno Pova 6 Pro স্মার্টফোনের দাম ও সেল অফার
এদেশের বাজারে টেকনো পোভা 6 প্রো স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। এই বিক্রয় মূল্য এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার টপ-এন্ড 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে 21,999 টাকা। এটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যমে - মেটেওরাইট গ্রে ও কমেট গ্রীন কালারে কেনা যাবে।
লঞ্চ অফারের অংশ হিসেবে, টেকনো পোভা 6 প্রো মডেলের উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ফ্লাট 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। যারপর ডিভাইসটি নূন্যতম 17,999 টাকা খরচ করে পকেটস্থ করা সম্ভব। এছাড়া 4,999 টাকার সমতুল্য উপহারও সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে ক্রেতাদের।
Tecno Pova 6 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
Tecno Pova 6 Pro স্মার্টফোনে রয়েছে 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080 × 2436) AMOLED ডিসপ্লে প্যানেল, যা 1300 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট ও 50,00,000:1 কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মালি জি57 জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 12 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি স্টোরেজ সংযুক্ত। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট। আবার অপারেটিং সিস্টেম হিসাবে মিলবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইওএস 14 কাস্টম স্কিন।
এবার আসা যাক বিশেষত্বের প্রসঙ্গে। নবাগত এই হ্যান্ডসেটের পিছনে 200 এলইডি ব্যবহার করা হয়েছে, যা 100 -এরও বেশি কাস্টমাইজেশনের সুবিধা দেবে। এতে সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন দেখা যাবে। ছবি তোলাটা জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - 10এক্স জুম সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + এআই লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডুয়েল এলইডি ফ্ল্যাশ সমেত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচারের কথা বললে, Tecno Pova 6 Pro স্মার্টফোনে নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও উন্নত সাউন্ড সরবরাহের উদ্দেশ্যে ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও, হাই-রেস ওয়্যারলেস অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। আবার ডায়নামিক-আই ডিজাইন ও ডায়নামিক পোর্ট 2.0 নোটিফিকেশনের সাপোর্টও পাওয়া যাবে। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে - ডুয়েল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি 3.5mm অডিও জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pova 6 Pro ফোনে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 70 ওয়াট আল্ট্রা চার্জ ফাস্ট চার্জিং, 10 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ডিভাইসকে মাত্র 50 মিনিটে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম বলে দাবি করেছে টেকনো। পরিশেষে IP53 সার্টিফায়েড এই হ্যান্ডসেটের পরিমাপ 165.51×76.13×7.8 মিমি ও ওজন 195 গ্রাম।