Tecno Pova Neo 5G: টেকনোর সবচেয়ে সস্তা ৫জি ফোন আসছে, ৬০০০mAh ব্যাটারি সহ থাকবে ৯ জিবি র্যাম
চলতি বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Tecno Pova Neo 4G। এরপর সংস্থাটি Pova 5G কে ভারতে নিয়ে আসে। এখন আবার Tecno নিশ্চিত করেছে যে, শীঘ্রই Pova Neo 5G এদেশে আত্মপ্রকাশ করবে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর থাকবে।এটি সংস্থার তৃতীয় 5G স্মার্টফোন হবে। উল্লেখ্য Tecno-র দ্বিতীয় 5G ফোন হিসেবে গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল Camon 19 Pro 5G।
Tecno Pova Neo 5G শীঘ্রই ভারতে আসছে
টেকনো ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আজ জানানো হয়েছে যে, টেকনো পোভা নিও ৫জি শীঘ্রই ভারতে আসছে। এর ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর কাট আউট থাকবে। অর্থাৎ ফোনটি পাঞ্চ হোল ডিজাইন অফার করবে৷ আবার এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর।
আশা করা হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সময় টেকনো পোভা নিও ৫জি ভারতে লঞ্চ হবে। এটি পোভা ৫জি -র তুলনায় সস্তায় আসবে, যার মূল্য ছিল ১৯,৯৯৯ টাকা। হয়তো সংস্থার সবচেয়ে সস্তা ৫জি ফোন হবে নিও ৫জি।
রিপোর্ট অনুযায়ী, Tecno Pova Neo 5G ভারতে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি ৪ জিবি র্যাম সহ পাওয়া যাবে। সাথে ৫ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
এছাড়া Tecno Pova Neo 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস কাস্টম স্কিনে রান করবে।