দেখলেই পছন্দ হবে, 90hz ডিসপ্লে ও 50MP ক্যামরার সঙ্গে লঞ্চ হল Tecno Spark 20C
কয়েকদিন আগেই মালয়েশিয়ার বাজারে Tecno Spark Go 2024 স্মার্টফোনটি লঞ্চ করার পর, ব্র্যান্ডটি এখন তাদের গ্লোবাল ওয়েবসাইটে Tecno Spark 20C নামে একটি নতুন হ্যান্ডসেট উন্মোচন করেছে। এই ডিভাইসটি একটি অপ্রকাশিত অক্টা-কোর সিপিইউ সমন্বিত এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। Tecno Spark 20C-তে এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে এই নয়া টেকনো ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Tecno Spark 20C-এর স্পেসিফিকেশন এবং ফিচার
টেকনো স্পার্ক ২০সি-তে ৬.৬ ইঞ্চির এইচডি+ (৬২০ x ১,৬১২ রেজোলিউশন) ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা দক্ষ পারফরম্যান্স প্রদানের প্রতিশ্রুতি দেয়। ফোনটিতে ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে, যা ইউজারদের ফটো, ভিডিও এবং অ্যাপের জন্য যথেষ্ট স্পেস অফার করবে। টেকনো স্পার্ক ২০সি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ২০সি-এর রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা সেটআপে একটি এআই (AI) লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Spark 20C-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, এফএম এবং ওটিজি। নিরাপত্তার জন্য, এই বাজেট রেঞ্জের টেকনো ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসটিতে নোটিফিকেশনের জন্য কোম্পানির সেল্ফ-ডেভেলপ করা একটি ডায়নামিক পোর্টও মিলবে। পরিশেষে, Tecno Spark 20C অডিওর জন্য ডুয়েল স্পিকার সেটআপ অফার করে।
Tecno Spark 20C-এর মূল্য এবং লভ্যতা
Tecno Spark 20C-এর দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে ফোনটি গ্র্যাভিটি ব্ল্যাক, মিস্ট্রি হোয়াইট, অ্যালপেংলো গোল্ড এবং ম্যাজিক স্কিন (লেদারব্যাক)- এর মতো কালার অপশনে পাওয়া যাবে। আশা করা যায় খুব শীঘ্রই টেকনো এই ফোনটির দাম ঘোষণা করবে।