আইফোনের মতো দেখতে, 8000 টাকার কমে প্রথমবার কেনার সুযোগ বড় ব্যাটারির Tecno Spark 20C
গত ২৭শে ফেব্রুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Tecno Spark 20C। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৫ই মার্চ এটি ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে এদেশে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, লঞ্চ অফারের অংশ হিসাবে Tecno Spark 20C এর সাথে ফ্লাট ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার দরুন ডিভাইসটি ৮,০০০ টাকারও কম খরচ করে পকেটস্থ করা সম্ভব! ফিচারের কথা বললে, এতে ডাইনামিক পোর্ট যুক্ত HD+ LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেকের প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল AI রিয়ার ক্যামেরা ইউনিট, ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ভারতে Tecno Spark 20C স্মার্টফোনের দাম এবং সেল অফার
ভারতের বাজারে টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোনের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। আগ্রহীরা এই হ্যান্ডসেট আজ এই মুহূর্ত থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে – ম্যাজিক স্কিন গ্রিন (লেদার ব্যাক প্যানেল যুক্ত), মিস্ট্রি হোয়াইট, অ্যালপেংলো গোল্ড এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালার অপশনে কিনে নিতে পারবেন।
এবার আসা যাক সেল অফারের প্রসঙ্গে। টেকনো স্পার্ক ২০সি ফোনের সাথে ফ্লাট ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর এর দাম কমে ৭,৯৯৯ টাকা হয়ে যাবে। এছাড়া মডেলটির সাথে ৫,৬০৪ টাকা মূল্যের ওটিটিপ্লে (OTTPlay) অ্যানুয়াল সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে বান্ডেল হিসাবে অফার করা হচ্ছে।
Tecno Spark 20C স্মার্টফোনের স্পেসিফিকেশন
ডিজাইনের নিরিখে Tecno Spark 20C অনেকটা অ্যাপল আইফোন প্রো -এর অনুরূপ। এতে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২x৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিজাইনের পাশাপাশি ডিভাইসটি আইফোনের একটি ফিচার ধার করেছে। আসলে এর স্ক্রিন অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো বৈশিষ্ট্য সাপোর্ট করে, যার নাম রাখা হয়েছে ‘ডাইনামিক পোর্ট’। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার অবস্থিত। আবার পেছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স৷
ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Tecno Spark 20C স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর এবং পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ উপস্থিত। ডিভাইসটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩। তদুপরি কানেক্টিভিটির জন্য – ডুয়াল সিম স্লট, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিএনএসএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত থাকছে। আবার এতে ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পাওয়া যাবে। পরিশেষে Tecno Spark 20C স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।