iPhone এর এই পাঁচ ফিচার নেই অ্যান্ড্রয়েড ফোনে, দেখে নিন কি কি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা
অনেক ব্যবহারকারীই আছেন যারা iPhone-এর চেয়ে বেশি দামের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। তবে, কোনো অজানা কারণে Apple-এর প্রোডাক্টের অন্য কদর রয়েছে টেক জগতে। কিন্তু, iPhone-এর থেকে দামি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেলেও iPhone-এ এমন কয়েকটি ফিচার আছে যেগুলি অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না। আজ এই প্রতিবেদনে আমরা এমনি পাঁচটি ফিচার সম্পর্কে আলোচনা করবে। চলুন জেনে নেওয়া যাক iPhone-এর সেই ফিচার গুলি কি কি।
১) নির্বিঘ্নে ডেটা শেয়ার করুন নেম ড্রপের মাধ্যমে (NameDrop: Seamless sharing) -
নেম ড্রপ নামের ফিচারের সাহায্যে দুটি আইফোন পাশাপাশি রেখে একটি ট্যাপের মাধ্যমে সহজে এবং বিনা বাধায় যে কোনো তথ্য শেয়ার করা সম্ভব।
২) লাইভ ভিডিও চলা কালীন করা যাবে টেক্সট (Live Text in Videos)
নিফটি লাইভ টেক্সট ফিচার, যা আইওএস ১৫-এর ছবি থেকে টেক্সট বের করে দেয়। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি যদি কোনো ডকুমেন্টারি দেখার সময় কোনো উদ্ধৃতি কোট করতে চান অথবা কোনো রান্নার ভিডিওতে দেখানো প্রয়োজনীয় উপকরণগুলি নোট করে রাখতে চান তাহলে এই ফিচারটি আপনার জন্য সহায়ক হবে।
৩) আই ক্লাউডের সাহায্যে গোপন করুন ইমেল অ্যাকাউন্ট (Hide My Email with iCloud+: All about privacy)
এই ফিচারটি আইফোন ব্যবহারকারীর ইমেল অ্যাড্রেস সুরক্ষিত রাখার জন্য ব্যবহারকারীর সাইন আপ করা প্রত্যেকটি অ্যাপের জন্য একটি করে নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করে।
৪) ফোকাস ফিল্টার (Focus Filters: Block those notifications)
আইওএস ১৭ ফোকাস ফিল্টারের সাথে একটি সুপার চার্জ আপগ্রেড পেয়েছে। এই শক্তিশালী ফিল্টারের সাথে অ্যাপ নোটিফিকেশন, ইমেইল এমনকি টেক্সট মেসেজও অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণ স্বরূপ, "Relax" মোডে থাকাকালীন ব্যবহারকারী নির্বিঘ্নে ইমেলের মাধ্যমে নিজের কাজ চালিয়ে যেতে পারবে। আবার, "Read Later" মোডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন গুলিও হাইড করে রাখা যাবে।
৫) ব্যাটারি হেলথ (Battery Health Check)
অ্যান্ড্রয়েড বেসিক ব্যাটারি সম্পর্কিত তথ্য প্রদান করে। তবে, আইওএস ১৭ এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। এটি ব্যাটারি হেলথ, চার্জ করার অভ্যাস, বিভিন্ন অ্যাপের ব্যবহার বিশ্লেষণ করে ব্যাটারি লাইফ অপটিমাইজ করতে সাহায্য করে।