Xiaomi 14 Ultra থেকে Oppo F25 Pro 5G, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লঞ্চ হচ্ছে এই ফোনগুলি

By :  SUMAN
Update: 2024-02-25 06:20 GMT

নতুন বছরে ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। আবার আগামী সপ্তাহগুলিতেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্মার্টফোন ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। যার মধ্যে সবথেকে নজরকাড়া ইভেন্টটি আয়োজন করতে চলেছে Xiaomi। এই টেক ব্র্যান্ডটি সপ্তাহান্তে তাদের লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ Xiaomi 14 লঞ্চ করবে। এছাড়া Realme, Tecno এবং Oppo সংস্থা তিনটি বাজেট ও মিড-রেঞ্জে স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, সম্প্রতি মোবাইল ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার ঘোষণা করা সত্ত্বেও Meizu একটি হাই-এন্ড হ্যান্ডসেট চালু করতে চলেছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। নিচে প্রত্যেকটি আপকামিং স্মার্টফোনের লঞ্চের তারিখ ও সম্ভাব্য ফিচার দেওয়া হল।

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে লঞ্চ হতে চলা স্মার্টফোনের তালিকা (Upcoming Smartphones in February)

১. Xiaomi 14 সিরিজ:

আগামীকাল অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে Xiaomi 14 সিরিজের ঘোষণা করা হবে। এই সিরিজের অধীনে মোট দুটি মডেল আসবে, যথা - Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra।

সম্ভাব্য ফিচার - সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ শাওমি ১৪ -এ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩৬ ইঞ্চি ১.৫কে LTPO OLED ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এতে - লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, লাইক-টিউনড ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট(৩.২এক্স ফ্লোটিং টেলিফোটো লেন্স যুক্ত), এবং ৯০ ওয়াট ওয়্যারড ওl ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৬১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।

অন্যদিকে উচ্চতর শাওমি ১৪ আল্ট্রা মডেলে মিলবে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৩-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে প্যানেল, লাইকা দ্বারা কো-ইঞ্জিনিয়ার্ড ৫০ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেম (ভ্যারিয়েলবল অ্যাপারচার ও ৫এক্স জুম সহ পেরিস্কোপ লেন্স যুক্ত) এবং ৯০ ওয়াট ওয়্যারড / ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৫,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এতে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের অনুরূপ প্রসেসর থাকবে।

২. Realme 12 Plus:

২৭শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার রিয়েলমি ১২ প্লাস স্মার্টফোন চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। ডিভাইসটি Realme 12 Pro এবং Realme 12 Pro Plus মডেলের সাথে একত্রে উন্মোচিত হবে বলে জানা গেছে। এই একই দিনে এই হ্যান্ডসেট মালয়েশিয়ার বাজারেও পা রাখবে। যদিও ভারতে ডিভাইসটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে।

সম্ভাব্য ফিচার - রিয়েলমি ১২ প্লাস স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া এই ফোনে - ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬৭ ওয়াট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে৷

৩. Tecno Spark 20C:

২৭শে ফেব্রুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চের মুখ দেখতে চলেছে টেকনো স্পার্ক ২০সি।

সম্ভাব্য ফিচার - টেকনো ব্র্যান্ডের এই আপকামিং হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি প্লাস রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল থাকবে। ডিভাইসটি - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১৯ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে। এছাড়া জানা গেছে, এটি হোয়াইট, ব্ল্যাক এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে।

৪. Oppo F25 Pro 5G:

ওপ্পো এফ২৫ প্রো ৫জি স্মার্টফোনের জন্য সম্প্রতি ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। জানা গেছে ডিভাইসটি এদেশে আগামী ২৯শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টায় মুক্তি পাবে।

সম্ভাব্য ফিচার - ওপ্পো এফ২৫ প্রো ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির OLED ডিসপ্লে মিলবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই হ্যান্ডসেট - মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। এটি IP65 রেটিং প্রাপ্ত হবে বলেও জানা গেছে।

সাম্প্রতিক একটি লিক থেকে এর সম্ভাব্য বিক্রয় মূল্যও সামনে এসে গেছে। জানা গেছে, ওপ্পো এফ২৫ প্রো ৫জি -এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা রাখা হবে।

৫. Meizu 21 Pro:

মেইজু সম্প্রতি স্মার্টফোন ব্যবসা থেকে প্রস্থান নেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় সংস্থাটি হালফিলে তাদের লেটেস্ট স্মার্টফোন, মেইজু ২১ প্রো লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে, সংস্থাটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখছে নাকি এটাই তাদের শেষ ফোন। যাইহোক, মেইজু ২১ প্রো স্মার্টফোন ২৯শে ফেব্রুয়ারি একটি কনফারেন্স চলাকালীন চীনে লঞ্চ হবে।

সম্ভাব্য ফিচার - সাম্প্রতিক কয়েকটি লিক অনুসারে, মেইজু ২১ প্রো স্মার্টফোনের দাম চীনের বাজারে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬০,৫০০ টাকা) থেকে শুরু হবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ২কে রেজোলিউশনের OLED ডিসপ্লে প্যানেল, ইন-স্ক্রীন আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৮০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে।

Tags:    

Similar News