৬,০০০ টাকার কমে মিলছে 5000mAh ব্যাটারির এই Smartphone দুটি, অফার ৯ তারিখ পর্যন্ত
চারদিকে এখন যেন অফারের ছড়াছড়ি – যেকোনো অনলাইন শপিং প্ল্যাটফর্ম খুললেই চোখে আসছে বিশেষ সেলের বিজ্ঞাপন। এমতাবস্থায় আপনি যদি কোনো প্রয়োজনে একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন কিনতে চান, তাহলে সস্তা ফোন আরও সস্তায় পকেটস্থ করার জন্য Flipkart Big Saving Days সেল অত্যন্ত লাভদায়ক হতে পারে। আসলে গতপরশু অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি এই বিক্রয়পর্ব লাইভ করেছে, যেখানে প্রতিটি সেগমেন্টের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত সাশ্রয়ী অফার। ফলত এই সময় আপনি ৬,০০০ টাকারও কম খরচে ভালো ফিচারওয়ালা একটি স্মার্টফোন কিনতে পারবেন। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদির সুবিধাও নেওয়া যাবে। এখন আমরা Flipkart-এর Big Saving Days-এ অফারে উপলব্ধ দুটি সেরা ফোনের সম্পর্কে কথা বলব, যেগুলি ৬ হাজার টাকার কম দামে পাবেন।
জলের দরে এই দুটি ফোন কেনার সুযোগ দিচ্ছে Flipkart
১. Infinix Smart 7 HD: ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত এই ফোনের এমআরপি (MRP) ৭,৯৯৯ টাকা। তবে চলতি ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে আপনি এটি ২৫% ছাড়ে ৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ব্যাঙ্ক অফারে কাজে লাগালে এর দাম আরও ৭৫০ টাকা কমানো যাবে। এছাড়া পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে মিলবে ৫,৪৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়।
ফিচার বলতে এই ফোনে ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি, অক্টা-কোর প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। আপনি এতে মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।
২. Poco C51: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট মডেল এখন ৯,৯৯৯ টাকার বদলে ৪০% ডিসকাউন্টে ৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এতেও ৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপলব্ধ (শর্তাবলি প্রযোজ্য)।
আপনি এই পোকো হ্যান্ডসেটে ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।