Realme ফোন ইউজাররা মাথায় রাখুন এই বিষয়গুলি, মিটবে হিটিং ইস্যু, বাড়বে ব্যাটারি ব্যাকআপও
স্টাইলিশ ডিজাইন, ভালো ফিচার তথা পারফরম্যান্স পেতে এখন অনেকেই Realme ব্র্যান্ডের স্মার্টফোন কিনে থাকেন। কিন্তু যত নামী বা দামী ফোনই হোক না কেন, তাতে কোনো না কোনো সমস্যা দেখা যায়-ই! চীনা টেক জায়ান্ট Realme-র ফোনও তার ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে আপনিও যদি Realme-র কোনো একটি হ্যান্ডসেটের ইউজার হন এবং আপনার খুদে ডিভাইসটিতে হিটিং ইস্যু (মানে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা) দেখা যায়, তাহলে আপনার মুশকিল আসান করবে আমাদের আজকের প্রতিবেদন। আসলে সম্প্রতি কোম্পানির ফোরামে কিছু ইউজার তাদের ফোনের অতিরিক্ত গরম হওয়ার সমস্যা সম্পর্কে জানিয়েছেন; আর তার উত্তরে Realme-র অ্যাসিস্ট্যান্ট কিছু উত্তর দিয়েছে। সেই টিপসগুলিই আমরা এখন শেয়ার করব।
ফোনের হিটিং ইস্যু এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি
১. জিপিএস, ব্লুটুথ, হটস্পট, ওয়াইফাই, অটো-সিঙ্ক ইত্যাদি ফিচার ব্যবহার না হলে সেগুলি বন্ধ করুন।
২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ এবং টাস্ক ক্লিয়ার রাখুন। ফোনের ব্যাকগ্রাউন্ড একটানা চলতে থাকলে তা গরম হয়ে যাবে।
৩. ফোন ম্যানেজারে যান এবং অ্যাপগুলির অটো (Auto) বা সেল্ফ (Self) স্টার্ট অপশন বন্ধ করে দিন।
৪. একই সময়ে একাধিক অ্যাপ ডাউনলোড করবেন না।
৫. বাহ্যিক আবহাওয়া খুব বেশি উষ্ণ থাকলে ফোন গরম হয়ে যেতে পারে, তাই স্বাভাবিক তাপমাত্রা আছে এমন জায়গায় ফোন ব্যবহারের চেষ্টা করুন।
৬. ফোনের নেটওয়ার্ক বা ইন্টারনেট সিগন্যাল দুর্বল হলে তা বেশি শক্তি খরচ করে। ফলে ফোন গরম হয়ে যায়।
ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে গেলে যা করণীয়
১. ডিভাইস অপ্টিমাইজ করুন। এর জন্য আপনাকে রিয়েলমি ফোনের ম্যানেজার অ্যাপটি খুলে নির্দিষ্ট সেটিং বেছে নিতে হবে।
২. স্ক্রিনের ব্রাইটনেস অটো (Auto)-তে সেট করে রাখুন।
৩. ব্যাটারির কর্মক্ষমতা বাড়াতে অন রাখুন ডার্ক মোড।
Realme ইউজাররা মাথায় রাখুন এই বিষয়গুলিও
১. ফোন ঠিকঠাক রাখতে রিয়েলমি ইউজাররা গেম অ্যাপগুলিকে সবসময় কোম্পানি প্রদত্ত গেম স্পেস (Game Space)-এর সাথে যুক্ত করুন। এর জন্য আপনাকে গেম স্পেস খুলতে হবে এবং অ্যাড ম্যানুয়ালি (Add Manually) অপশন ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে গেম অ্যাপ সিলেক্ট করে বেছে ব্যালেন্সড মোড (Balanced Mode)। এছাড়াও গেম অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট রাখুন।
২. অপ্রয়োজনীয় ছবি, মিউজিক, ভিডিও ইত্যাদি ডিলিট করে দিন। এতে ফোনের মেমরি পরিষ্কার হয়ে যাবে।
৩. ফোন চার্জ করার সময় ব্যবহার করবেন না।