১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফোন কিনতে চান? ২০,০০০ টাকার কমে পাবেন এই চারটি বিকল্প
বর্তমান সময়ে স্মার্টফোন কেনার সময় সকলেই তার প্রসেসর, স্টোরেজ ক্যাপাসিটি, ক্যামেরা সেটআপ, ব্যাটারি ইত্যাদি ফিচারের ওপর গুরুত্ব দেন। তবে রোজকার সঙ্গী হিসেবে ভাল হ্যান্ডসেট পেতে চাইলে কিন্তু তার ডিসপ্লেতে ভালো রিফ্রেশ রেট থাকাটাও জরুরি। কারণ ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট বেশি ভালো হলে সেটি স্মুথ এক্সপিরিয়েন্স দেবে, আর আপনি স্মার্টফোনে গেম খেলা বা অন্যান্য সমস্ত কাজ করতে পারবেন স্বচ্ছন্দেই। এমনিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট স্মার্টফোনগুলিই এখন বাজারে সেরা ডিসপ্লের স্মার্টফোন হিসেবে বিবেচিত হয়। আর এই রিফ্রেশ রেটের ফোনের দাম এমন কিছু বেশিও নয়, আপনারা মিড রেঞ্জ ফোনেই এই ফিচার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আজ আমরা ২০,০০০ টাকার কমে উপলব্ধ চারটি সেরা স্মার্টফোন সম্পর্কে বলব, যেগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে।
২০,০০০ টাকার মধ্যেই পাবেন এই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনগুলি
১. Poco X4 Pro 5G: এই ফোনের ৬ জিবি/৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা, যেখানে ৬ জিবি/১২৮ জিবি অপশন কিনতে ১৬,৪৯৯ টাকা লাগবে। ফিচার বলতে পোকো এক্স৪ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সাথে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর দেখা যাবে।
২. Xiaomi Redmi Note 11 Pro: শাওমির এই ফোনের ৬ জিবি/১২৮ জিবি এবং ৮ জিবি/১২৮ জিবি মডেলের দাম পড়বে যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। এই ফোনেও ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে; সাথে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৩. Samsung Galaxy M33 5G: স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জির বেস ভ্যারিয়েন্ট (৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ)-এর দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে এর ৮ জিবি র্যাম/১২৮ জিবি স্টোরেজ মডেল কিনতে চাইলে ২০,৪৯৯ টাকা খরচ করতে হবে। এই ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে বিশিষ্ট ফোনে এক্সিনস ১২৮০ প্রসেসর, ৫০ এমপি কোয়াড ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।
৪. Realme 10 Pro 5G: এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে পাওয়া যায়; এর মধ্যে ৬ জিবি/১২৮ জিবি অপশনের দাম ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যামের জন্য ১৯,৯৯৯ টাকা লাগবে। ফিচার হিসেবে এতে ইউজাররা পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অবশ্যই ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।