Smartphones under 25000: হোলিতে সস্তা এই ৫টি 5G ফোন, পাবেন সেরা ক্যামেরা ও ফিচার্স
আজ দোলযাত্রা – বসন্তের রঙে মাতোয়ারা আপামর বাঙালি, আবার হোলির মরসুম উপভোগ করছে গোটা দেশও। সেক্ষেত্রে যদি এই উৎসবের সময় একটি ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনে প্রিয়জন-পরিজনদের সাথে কাটানো মুহূর্ত বন্দি করা যায় তাহলে কেমন হবে? এমনটা অসম্ভব কিছু না! কারণ এই হোলিতে Samsung, Xiaomi, Realme, Vivo-র কিছু স্মার্টফোনের ওপর ব্যাপক ছাড় মিলছে যাতে আপনারা 5G কানেক্টিভিটি, ভালো ক্যামেরা, শক্তিশালী ডিসপ্লে, ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি প্রচুর সেরা ফিচার পাবেন। তবে বাজারে একইরকম ফিচার্স সম্বলিত প্রচুর হ্যান্ডসেট থাকায় যদি আপনি কোনটি ছেড়ে কোনটি কিনবেন সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ আজ আমরা ২৫,০০০ টাকার কমে উপলব্ধ পাঁচটি সেরা ব্র্যান্ডেড স্মার্টফোনের কথা আপনাদের সাথে শেয়ার করব।
হোলিতে ২৫,০০০ টাকার কমে কিনুন এই ৫টি ফোন, রয়েছে চমৎকার ক্যামেরা
১. Samsung Galaxy A14 5G: বিশ্বের এক নম্বর ব্র্যান্ড স্যামসাংয়ের এই স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। সাথে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি লেন্স সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের ৪ জিবি/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৬,৪৯৯ টাকা, যেখানে ৮ জিবি/১২৮ জিবি সংস্করণটি মিলবে ২০,৯৯৯ টাকায়।
২. iQOO Z6 Pro 5G: এই ফোনে আপনারা পাবেন ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি প্রসেসর এবং ৬৬ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্টসহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। আবার এটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও বহন করবে। এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট বেস ভ্যারিয়েন্টটি কিনতে গেলে ২২,৯৯৯ টাকা খরচ হবে।
৩. Realme 10 Pro+ 5G: রিয়েলমির এই স্মার্টফোনে পাবেন ১২০ হার্টজ কার্ভড ভিশন ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে ১০৮ মেগাপিক্সেল এআই (AI) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬ জিবি/১২৮ জিবি মডেলের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা।
৪. Redmi Note 12 Pro 5G: শাওমির জনপ্রিয় 'রেডমি নোট' সিরিজের স্মার্টফোনে আছে ৬.৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এই ফোনেরও বেস ভ্যারিয়েন্ট (৬ জিবি/১২৮ জিবি) মডেলের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে।
৫. Vivo Y100 5G: ভিভোর এই ফোনটির প্রারম্ভিক দাম ২৪,৯৯৯ টাকা। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে এটিতে ক্রেতারা ৬.৩৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাবেন।