Smartphone under 10000: কম দামেও নজরকাড়া ফিচার, একে অপরের থেকে সেরা এই পাঁচটি ফোন
স্মার্টফোন ছাড়া যেমন অধিকাংশই এখন এক পা চলতে পারেননা, ঠিক সেই চাহিদা মত ভারতের বাজারে স্মার্টফোনের জোগান বা বৈচিত্র্য কোনোটারই অভাব নেই। বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি-লেভেল থেকে প্রিমিয়াম লেভেল পর্যন্ত দামের সেগমেন্টে আপনি বিভিন্ন হ্যান্ডসেট পাবেন; আর এগুলিতে দাম অনুযায়ী ভিন্ন ভিন্ন ফিচার বা পারফরম্যান্স মিলবে। তবে আপনি যদি কোনো কারণে এই মুহূর্তে কম দামে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, বিশেষত আপনার বাজেট যদি ১০,০০০ টাকার কম হয়, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার অত্যন্ত কাজে আসবে। কারণ আজ আমরা ১০,০০০ টাকার কমে উপলব্ধ পাঁচ-পাঁচটি সেরা (পড়ুন ব্র্যান্ডেড) ফোনের কথা শেয়ার করব, যাতে কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে।
১০,০০০ টাকার কমে কিনুন এই ফোনগুলি, ফিচার নিরাশ করবে না
১. Moto E13: মোটোরোলার এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার স্ক্রিন রেশিও ২০:৯। এটি ৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম, ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর বহন করে। অন্যদিকে এতে সফ্টওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)। এই ফোনটি মাত্র ৬,৯৯৯ টাকায় কেনা যাবে।
২. Realme C31: এই এন্ট্রি-লেভেল ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ইউনিসক টি৬১২ (T612) প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাথে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে।
৩. Moto G31: হ্যাঁ, আমাদের তালিকার এই ফোনটিও মোটোরোলার। এতে ৬.৪ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড পাঞ্চহোল ডিসপ্লের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির মূল্য ৯,৪৯৯ টাকা।
৪. Infinix Hot 11S: এটি একটি গেমিং ফোন যাতে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এটির দাম পড়বে ৯,৯৯০ টাকা।
৫. Nokia C31: নোকিয়া নামটিই একটি ঐতিহ্য। সেক্ষেত্রে বহু পুরোনো ব্র্যান্ডটির এই ফোনে আপনারা ৬.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৪ জিবি র্যাম প্রসেসর, ৫,০৫০ এমএএইচ ব্যাটারি, অক্টা কোর ইউনিসক প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। দামের কথা বললে, এটি ৯,৯৯৯ টাকায় মিলবে।