Smartphone: জলে পড়ে গেলেও নষ্ট হবে না এই 5 স্মার্টফোন, কেনার আগে দেখে নিন

By :  techgup
Update: 2023-03-08 14:27 GMT

চলতি সময়ে আমাদের দৈনন্দিন জীবনযাপনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। শুধু কথা বলাই নয়, ছবি তোলা থেকে শুরু করে ইন্টারনেট ঘেঁটে প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করা কিংবা নানাবিধ জরুরী কাজ সারা - বর্তমানে সব কাজেই আমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট ডিভাইসটি। ফলে এখন এক মুহূর্তের জন্যও এটিকে কাছছাড়া করতে হলেই আমাদের মনটা যেন একেবারে ভারাক্রান্ত হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত হাত ফসকে যদি কোনোভাবে ফোন জলে পড়ে যায়, তাহলে তো প্রাণটাই রীতিমতো বেরিয়ে যাওয়ার উপক্রম হয়! উল্লেখ্য যে, যদিও জল প্রতিরোধী হিসেবে আজকাল বহু স্মার্টফোনই আইপি (IP) রেটিং সহ আসে, কিন্তু জল পড়া মাত্রই বহু ক্ষেত্রে দেখা যায় যে, ডিভাইসগুলি উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই ইউজারদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে ৫ টি ওয়াটারপ্রুফ স্মার্টফোনের (Waterproof Phones) কথা জানাতে চলেছি। অর্থাৎ সোজা কথায় বললে, জল এই ডিভাইসগুলির কোনো ক্ষতিই করতে পারবে না। ফলে আপনি যদি হালফিলে এরকম একটি দুর্দান্ত মুঠোফোন কিনতে আগ্রহী হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন।

জল পড়লেও কোনোরকম ক্ষতি হবে না, এই ৫ টি ওয়াটারপ্রুফ ফোন সম্পর্কে জেনে নিন

iPhone 13

এ১৫ বায়োনিক (A15 Bionic) চিপসেট দ্বারা চালিত আইফোন ১৩-এ আছে ২,৫৩২×১,১৭০ পিক্সেল রেজোলিউশনের ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। মডেলটির সামনে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস। ডিভাইসটি আইওএস ১৫ (iOS 15) কাস্টম স্কিনে রান করে। আইপি৬৮ (IP68) রেটিংপ্রাপ্ত হওয়ায় হ্যান্ডসেটটি সম্পূর্ণভাবে জল এবং ধুলো প্রতিরোধী। এছাড়া, পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনটি ২৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,২৪০ এমএএইচ ব্যাটারি অফার করে। ফটোগ্রাফির জন্য এই আইফোনে দেখা যাবে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। জানিয়ে রাখি, বর্তমানে অ্যামাজন (Amazon)-এ ফোনটির ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৬০,৯০০ টাকা।

Xiaomi 13 Pro

শাওমির এই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আইপি৬৮ রেটিং সহ এসেছে। তাই জল এবং ধুলো হ্যান্ডসেটটির কোনো ক্ষতিই করতে পারবে না। ডিভাইসটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩ ইঞ্চি ডব্লিউকিউএইচডি+ (WQHD+) ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৩,২০০×১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, এইচডিআর ১০+ (HDR10+), পি৩ কালার গ্যামেট, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ৪ ন্যানোমিটার প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (Snapdragon 8 Gen 2) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য শাওমির এই নয়া ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিযুক্ত এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। বলে রাখি, বর্তমানে শাওমির ওয়েবসাইটে ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy S20 FE 5G

ডুয়াল সিম সাপোর্ট সহ আসা স্যামসাংয়ের এই ডিভাইসে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে। এছাড়া, এই ৫জি ফোনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, এবং ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও (Infinity-O) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১,০৮০x২,৪০০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ (Android 11) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই হ্যান্ডসেটটিতে ফাস্ট পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ (Qualcomm Snapdragon 865) প্রসেসর ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে অ্যামাজন থেকে ফোনটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে খরচ পড়বে ৩৪,৯৯৯ টাকা।

Google Pixel 7

আইপি৬৮ (IP68) রেটিংপ্রাপ্ত হওয়ায় পিক্সেল ৭ সম্পূর্ণভাবে ধুলো ও জল প্রতিরোধী। এছাড়া অন্যান্য ফিচারের কথা বললে, এই ফোনে আছে ৬.৩২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি (OLED) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪০০ নিটস পিক ব্রাইটনেস এবং এইচডিআর (HDR) টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য ডিভাইসটি সংস্থার নিজস্ব টেনসর জি২ (Tensor G2) চিপসেট সহ এসেছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেমে রান করে। পিক্সেল ৭ ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ৪,২৭০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বলে রাখি, বর্তমানে গুগল পিক্সেল ৭-এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ফ্লিপকার্ট (Flipkart)-এ ৫৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy A72

স্যামসাংয়ের এই মিড-রেঞ্জের ফোনটি আইপি৬৭ (IP67) রেটিং সহ আসে। অর্থাৎ, এটি ৩০ মিনিট পর্যন্ত ১ মিটার জলের গভীরে থাকতে সক্ষম। এছাড়া, হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, যা ২,৪০০x১,০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি (Qualcomm Snapdragon 720G) প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে পাওয়া যাবে ৫০০০ এমএএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উল্লেখ্য, চলতি সময়ে ফ্লিপকার্ট থেকে ফোনটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে ক্রেতাদের ৩৩,৯৯০ টাকা ব্যয় করতে হবে।

সাধারণ স্মার্টফোনকে কীভাবে জলের হাত থেকে সুরক্ষিত রাখবেন?

আপনার কাছে যদি এমন কোনো স্মার্টফোন থেকে থাকে, যাতে কোনো IP রেটিং নেই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চিন্তার বিশেষ কোনো কারণ নেই; কেননা আপনি এই ডিভাইসগুলিকেও অতি অনায়াসে জলের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। এর জন্য আপনাকে একটি ওয়াটারপ্রুফ পাউচ ব্যবহার করতে হবে। মূলত বৃষ্টির দিনে জোম্যাটো / সুইগির এক্সিকিউটিভদের এগুলি ব্যবহার করতে দেখা যায়। সবচেয়ে বড়ো কথা হল, এই পাউচগুলি বেশ সস্তা; Amazon-এ এরকম অনেক পাউচ ২০০ টাকারও কম দামে উপলব্ধ রয়েছে। ফলে নিজের সর্বক্ষণের সঙ্গীটিকে সর্বদা সুস্থ তথা সুরক্ষিত রাখতে অতি অনায়াসে এই ধরনের একটি সস্তা পাউচ ব্যবহার করা যেতে পারে।

Tags:    

Similar News