Best 5G Mobile under 15K: ১৫ হাজার টাকার মধ্যে ভালো ৫জি মোবাইল ফোন দেখুন

By :  ANKITA
Update: 2024-09-14 14:39 GMT

১৫ হাজার টাকার কমে স্মার্টফোন খোঁজ করলে এখন বিকল্পের অভাব নেই। আপনি এখন ১৫,০০০ টাকার মধ্যে শক্তিশালী প্রসেসর, ফাস্ট চার্জিং স্পিড, বেশি র‌্যাম এবং দুর্দান্ত ক্যামেরার ফোন পেতে পারেন। এছাড়াও এখন ১৫ হাজার টাকার মধ্যে ভালো 5G মোবাইলও কেনা সম্ভব। এই প্রতিবেদনে আমরা ১৫,০০০ টাকার কমে Vivo, Oppo, Realme Moto, Poco -এর ভালো পাঁচ 5G ফোনের নাম বলবো

১৫ হাজার টাকার মধ্যে ভালো 5G মোবাইল ফোন Oppo, Vivo, Realme, Moto ও‌ Poco ব্র্যান্ডের

Moto G64 5G

দাম : ১৫ হাজার টাকার মধ্যে অর্থাৎ ১৪,৯৯৯ টাকা

২০২৪ সালে ১৫ হাজার টাকার মধ্যে ভালো 5G মোবাইল ফোন খোঁজ করলে মোটো জি৬৪ ৫জি বেছে নিতে পারেন। এর ৮ জিবি + ১২৮ জিবি মডেলটি ফ্লিপকার্টে ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ‌এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগে ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে Samsung-এর স্মার্টফোনের দাম কমল

Vivo T3x 5G

দাম : ১৫০০০ টাকার কমে অর্থাৎ ১৩,৪৯৯ টাকা

ভিভোর এই ফোনের ৪ জিবি + ১২৮ জিবি মডেলটি ফ্লিপকার্টে ১৩,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম এই মুহূর্তে ১৫ হাজার টাকার কম অর্থাৎ ১৪,৯৯৯ টাকা। এই ডিভাইসে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আর স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে। ক্যামেরার কথা বললে, ভিভোর এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Oppo K12x 5G

দাম : ১২,৯৯৯ টাকা

ওপ্পোর ১৫ হাজার টাকার মধ্যে এটি ভালো একটি 5G ফোন। এর ৬ জিবি + ১২৮ জিবি মডেলটি ফ্লিপকার্টে ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ডিভাইসটি মিল-এসটিডি -৮১০ এইচ রেটিং সহ এসেছে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। সেলফির জন্য এই স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে।

আরও পড়ুন: আনলিমিটেড ডেটা, কলিং সহ টিভি চ্যানেল ও ওটিটি সাবস্ক্রিপশন,‌ Airtel এর এই প্ল্যানে সবকিছু

Realme Narzo 70 Turbo 5G

দাম: ১৫ হাজার টাকার মধ্যে অর্থাৎ ১৪,৯৯৯ টাকা

রিয়েলমির ১৫ হাজার টাকার কমে ভালো 5G মোবাইল ফোন খোঁজ করলে Narzo 70 Turbo 5G কেনা যেতে পারে। এই ডিভাইসটির ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা, তবে এটি এখন ২,০০০ টাকা ডিসকাউন্ট কুপন সহ ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আগামী ১৬ সেপ্টেম্বর অ্যামাজন ও কোম্পানির অফিসিয়াল সাইট থেকে এটি কেনা যাবে।

এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

POCO X6 Neo 5G

দাম : ১৩,৯৯৯ টাকা

পোকোর এই ফোনের ৮ জিবি + ১২৮ জিবি মডেলটি ফ্লিপকার্টে ১৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আর ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

Tags:    

Similar News