চলতি মাসেই নজরকাড়া স্পেসিফিকেশন সমেত মার্কেটে আসছে এই ৪টি স্মার্টফোন, কিনবেন নাকি?

By :  techgup
Update: 2022-09-03 09:53 GMT

Upcoming Smartphones: ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে স্মার্টফোন কোম্পানিগুলি প্রায় প্রতিদিনই কোনো না কোনো মডেল মার্কেটে লঞ্চ করে। সেই রীতির জেরে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরেও স্মার্টফোন দুনিয়ায় পা রাখতে চলেছে একগুচ্ছ ব্র্যান্ড-নিউ মডেল। ইতিমধ্যেই প্রায় সকলেই জেনে গিয়েছেন যে, আগামী ৭ সেপ্টেম্বর Apple (অ্যাপল)-এর পরবর্তী প্রজন্মের iPhone 14 (আইফোন ১৪) সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি লঞ্চ হবে। অন্যদিকে Android হ্যান্ডসেট নির্মাতারাও পিছিয়ে নেই! এই মাসেই Vivo (ভিভো) তাদের Vivo V25 5G (ভিভো ভি২৫ ৫জি) ফোনটি বাজারে আনতে চলেছে। এছাড়া, Motorola (মোটোরোলা)-ও তার নতুন Moto X30 Pro (মোটো এক্স৩০ প্রো) লঞ্চ করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এমত পরিস্থিতিতে আপনি যদি হালফিলে কোনো আনকোরা ফ্ল্যাগশিপ বা মিড-রেঞ্জ স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ আমরা চলতি মাসে লঞ্চ হতে চলা এমনই চারটি নজরকাড়া স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি ব্যবহার করলে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন।

iPhone থেকে Android, চলতি মাসে লঞ্চ হবে এই একগন্ডা ফোন

১. iPhone 14 Series: আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপলের মেগা ইভেন্টে লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের আওতায় আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে আইফোন ১৪ সম্পর্কে দাবি করা হচ্ছে যে, এই ফোনের দাম আইফোন ১৩ (iPhone 13)-এর থেকে কম হবে। অন্যদিকে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্লাস এলটিপিও কোয়ালিটির ডিসপ্লেসহ বাজারে আসবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়া, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে এ১৬ (A16) বায়োনিক প্রসেসর থাকবে; যেখানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেল এ১৫ (A15) বায়োনিক চিপসেটসহ আসতে পারে। আবার বেশ কিছু রিপোর্টে জানা গিয়েছে যে, আইফোন ১৪ সিরিজের ডিভাইসগুলিতে এলপিডিডিআর৫ (LPDDR5) র‌্যাম এবং একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে, যাতে ৮কে (8K) ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকবে। তদুপরি, নতুন আইফোনে আল্ট্রা-ওয়াইড আপগ্রেডেড ক্যামেরাও পাওয়া যাবে বলে জানা গেছে।

২. Vivo V25 5G: সম্প্রতি ভিভো ভি২৫ প্রো (Vivo V25 Pro) ফোনটি লঞ্চ করেছে ভিভো, আর এবার তারা সম্ভবত ভিভো ভি২৫ ৫জি মার্কেটে আনতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও এই ফোনটি লঞ্চ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে সেপ্টেম্বর মাসেই এই হ্যান্ডসেটটি লঞ্চ হবে ৷ আর ভিভোর এই ফোনে থাকবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১২ (Android 12) দ্বারা চালিত এই ফোনে ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12)-এর পাশাপাশি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ (MediaTek Dimensity 900) প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সুবিধা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ভি২৫ ৫জি-তে মিলতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সাপোর্টসহ) দেওয়া হতে পারে। 

৩. Moto X30 Pro: বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরাবিশিষ্ট এই স্মার্টফোন কিছুদিন আগে সংস্থার দেশীয় বাজারে লঞ্চ হয়েছে। তবে চলতি মাসে ভারতেও এই হ্যান্ডসেটটি পা রাখবে বলে মনে করা হচ্ছে। ফিচারের কথা বললে, মোটো এক্স৩০ প্রো-এর চাইনিজ ভ্যারিয়েন্টে ৬.৭৩ ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে প্যানেল, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (Snapdragon 8+ Gen 1) প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ রয়েছে। এছাড়া, ফোনটিতে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

৪. Asus ROG Phone 6D: মিডিয়ার চর্চার ভিত্তিতে বলা যায়, চলতি মাসের ১৯ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে আসুস রোগ ফোন ৬ডি। তবে এই মুহূর্তে ফোনটির লঞ্চের প্রসঙ্গে সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। টেক দুনিয়ার খবর সম্পর্কে ওয়াকিবহালরা মোটামুটি সকলেই জানেন যে রোগ, আসুসের বেশ পাওয়ারফুল ফোন সিরিজ যেটিকে মূলত গেমিং ইউজারদের কথা মাথায় রেখেই মার্কেটে আনা হয়েছে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত আসুস রোগ ফোন ৬ডি-তে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ (MediaTek Dimensity 9000+) প্রসেসর, ১৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স (LPDDR5X) র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। এছাড়া, ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে বলে জানা গেছে। তদুপরি, আসুসের এই হ্যান্ডসেটে থাকতে পারে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News