অনেক কমে iPhone 15 থেকে Macbook Air, বাড়লো Apple Days Sale এর সময়
Vijay Sales কিছুদিন আগে তাদের ওয়েবসাইটে Apple Days Sale নিয়ে হাজির হয়েছিল। আজ তারা এই সেলের মেয়াদ আরও বাড়ালো। মূলত আগ্রহী গ্রাহকেরা যাতে নতুন বছরের প্রথম মাস জুড়ে কম টাকা খরচ করে তাদের পছন্দসই Apple ডিভাইস কিনতে পারেন সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। Vijay Apple Days Sale চলাকালীন আপনারা লেটেস্ট iPhone 15 সিরিজ থেকে শুরু করে MacBook Air M2 সহ অন্যান্য Apple ডিভাইস তুলনায় সাশ্রয়ী মূল্যে খরিদ করার সুযোগ পেয়ে যাবেন।
Vijay Sales আয়োজিত Apple Days Sale -এর অফার
Apple iPhone 15 মডেলের ১২৮ জিবি স্টোরেজ অপশন বর্তমানে বিজয় সেলস আয়োজিত সেলে ৭০,৯৯০ টাকায় তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ আপনারা ফ্লাট ৮,৯১০ টাকা ডিসকাউন্ট পেয়ে পাবেন। তবে ডিসকাউন্ট ছাড়াও বেশকয়েকটি আকর্ষণীয় অফারও পাওয়া যাচ্ছে। যেমন HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৪,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। যার পর ডিভাইসটির দাম কমে ৬৬,৯৯০ টাকা হয়ে যাবে। জানিয়ে রাখি, উক্ত মডেলটি গত বছর ভারতে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল।
সিরিজের উচ্চতর মডেল Apple iPhone 15 Pro -এর সাথেও নজরকাড়া ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা উক্ত হ্যান্ডসেটটি এখন ১,২৫,৯০০ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। যেখানে কিনা এর আসল দাম ১,৩৫,৯০০ টাকা। অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ থাকছে ৯,০০০ টাকা। আবার HDFC ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর পর এটিকে নূন্যতম ১,২২,৯০০ টাকা খরচ করেই বাড়ি নিয়ে আসা যাবে৷
একইভাবে টপ-এন্ড Apple iPhone 15 Pro Max মডেলটি এখন ১.৫৯,৯০০ টাকার পরিবর্তে ১,৪৯,২৪০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিজয় সেলস আয়োজিত অ্যাপল ডেজ সেলে এই 'Pro Max' ভ্যারিয়েন্টটি ১০,৬৬০ টাকা ছাড়ের সাথে তালিকাভুক্ত রয়েছে।
Apple iPhone 15 সিরিজের পাশাপাশি MacBooks-সিরিজের ল্যাপটপের সাথেও আকর্ষণীয় ডিল উপলব্ধ। এম২ (M2) চিপসেট চালিত MacBook Air মডেলটি আপনারা এখন যথেষ্ট সাশ্রয়ী মূল্যের সাথে কিনতে পারবেন। এর আসল দাম ১,১৪,৯০০ টাকা। কিন্তু সীমিত সময়ের জন্য অর্থাৎ সেল চলাকালীন কেবল ১,০১,৯৬০ টাকা মূল্যে বিক্রি করা হবে।
উপরি উল্লেখিত ডিলগুলি ছাড়াও একাধিক অ্যাপল ডিভাইসের সাথে লোভনীয় অফার রয়েছে। আপনারা বিজয় সেলস -এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে প্রত্যেকটি ডিল সম্পর্কে জেনে নিতে পারেন।