10,000 টাকার কমে মিলছে 5G ফোন, iPhone-এও হাজার হাজার টাকা ছাড়! জামাইষষ্ঠীর অফার নাকি?

Update: 2024-06-08 10:44 GMT

জামাইষষ্ঠী একেবারে সামনেই এসে পড়েছে। সেক্ষেত্রে এই উপলক্ষে আপনি যদি নিকট আত্মীয়কে উপহার দিতে এখন একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে! এই মুহূর্তে Redmi থেকে শুরু করে OnePlus এমনকি Apple iPhone-ও সস্তায় মিলছে। তবে Amazon বা Flipkart নয়, কম খরচে ভালো ফোন হাতে পেতে হলে আপনাকে কেনাকাটা করতে হবে Vijay Sales থেকে, কেননা এই জনপ্রিয় ইলেক্ট্রনিক্স সেলারটিই কিছু সেরার সেরা অফার দিচ্ছে। তো আসুন, ঝটপট দেখে নিই Vijay Sales প্রদত্ত স্মার্টফোনের পাঁচটি সেরা ডিল।

এখন Vijay Sales থেকে এই পাঁচটি ফোন কিনলে লাভ

১. Redmi 13C 5G: কম বাজেটে ৫জি ফোন কিনতে হলে এটি ভালো বিকল্প। এই স্মার্টফোনটির ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা, তবে বিজয় সেলস থেকে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) কার্ড ব্যবহার করে ইএমআইয়ে এটি নিলে ২,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার।

২. OnePlus Nord CE3 Lite 5G: এই ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ এখন বিজয় সেলসে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ওয়ানকার্ড (OneCard) ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইয়ে এটি কিনলে ৭,৫০০ টাকা সাশ্রয় হবে।

ফিচার বলতে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৩. OnePlus Nord CE4 5G: বিজয় সেলসে এই মোবাইল ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকায় লিস্টেড্। এতেও ওয়ানকার্ড ক্রেডিট কার্ড ইএমআইয়ে ৭,৫০০ টাকা ছাড়ের সুবিধা উপলব্ধ।

হ্যান্ডসেটটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরার মতো ফিচার রয়েছে।

৪. iPhone 14: এই অ্যাপল আইফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিজয় সেলস থেকে ছাড়ে ৬০,৯৯০ টাকায় পাবেন। এক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর কার্ডে ৩,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে, যেখানে আমেরিকান এক্সপ্রেস (American Express) বা ওয়ানকার্ড ক্রেডিট কার্ড ইএমআইয়ে কেনাকাটা করলে বাঁচবে ৭,৫০০ টাকা।

আইফোন ১৪-তে বর্তমান ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, এ১৫ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ২০ ওয়াট চার্জিং সাপোর্ট, ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

৫. iPhone 15: বিজয় সেলসে এই আইফোনের ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন লঞ্চ প্রাইসের থেকে প্রায় ৯ হাজার টাকা ছাড়ে ৭০,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আইসিআইসিআই বা এসবিআইয়ের কার্ডে অতিরিক্ত ৬,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন, তবে অন্য ফোনগুলির মতো ওয়ানকার্ড ইএমআইয়ে মিলবে ৭,০০০ টাকা অফ।

লেটেস্ট আইফোন ১৫-এ ডায়নামিক আইল্যান্ডসহ ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, এ১৬ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

Tags:    

Similar News