VingaJoy BT-220: লঞ্চ হল নতুন বাস্কেটবল, খেলার পরিবর্তে শুনতে পারবেন গান

By :  techgup
Update: 2022-08-23 08:04 GMT

ভারতে লঞ্চ হল গ্যাজেট অ্যাক্সেসরিজ এবং কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড VingaJoy-এর নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম VingaJoy BT-220 । ইয়ারফোনটির অন্যতম বৈশিষ্ট্য হল, এর চার্জিং কেস বাস্কেটবলের ডিজাইনের। একবার চার্জে এটি কুড়ি ঘন্টা পর্যন্ত পাওয়ার সাপ্লাই করতে পারবে। উপরন্তু ইয়ারফোনটিতে নয়েজ আইসোলেশন ফিচার উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন VingaJoy BT-220 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

VingaJoy BT-220 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ভিঙ্গাজয় বিটি-২২০ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৯৯০ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন ছ'মাসের ওয়্যারেন্টি। জনপ্রিয় রিটেল স্টোরগুলোতে রেড কালার অপশনে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

VingaJoy BT-220 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নবাগত ভিঙ্গাজয় বিটি-২২০ ইয়ারফোনের চার্জিং কেস বাস্কেটবল শেপের। তাছাড়া এতে রয়েছে বিল্ট-ইন মাইক। সেইসঙ্গে দীর্ঘক্ষন কানে পরে থাকলেও ব্যবহারকারী স্বাচ্ছন্দ অনুভব করবেন। আবার শক্তভাবে কানে আটকে থাকার দরুন এটি পরে যে কোনো ধরনের আউটডোর অ্যাক্টিভিটি যেমন রানিং, জগিং ইত্যাদি করা যাবে। এমনকি হালকা ওজনের এই ইয়ারবাড স্পোর্টস কিংবা ড্রাইভিংয়ের সময় হ্যান্ডস- ফ্রি ভাবে ব্যবহার করা সম্ভব।

শুধু তাই নয়, ইয়ারফোনটি নয়েজ আইসোলেশন ফিচার সাপোর্ট করার পাশাপাশি হাই ফাই সাউন্ড কোয়ালিটি অফার করবে। উপরন্তু বিটি-২২০ ইয়ারফোন ব্লুটুথ ভি ৫.০ কানেক্টিভিটির সাথে এসেছে। তদুপরি ইয়ারফোনটিতে ডুয়েল মাইক সাপোর্ট এবং কন্ট্রোল ফিচার উপলব্ধ। আবার নিকটবর্তী ডিভাইসের সঙ্গে পেয়ার হয়ে যাওয়ার পর এর প্রত্যেক ইয়ারবাড আলাদাভাবে ব্যবহারযোগ্য।

এবার আলোচনা করা যাক VingaJoy BT-220 ওয়্যারলেস ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি কুড়ি ঘন্টা প্লেব্যাক টাইম অফার করার পাশাপাশি ২০০ ঘন্টা স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে।

Tags:    

Similar News