ভিভোর বাজেট ফোনে ৪ হাজার টাকা ডিসকাউন্ট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে শক্তিশালী ব্যাটারি
ভিভো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লোভনীয় অফারে ফোন বিক্রি করছে। যেকারণে Vivo Y22 নামের একটি বাজেট ফোন এখন অনেক সস্তায় কেনা যাবে। এর এমআরপি ১৭,৯৯০ টাকা। তবে এখন ১৯ শতাংশ ডিসকাউন্টে হ্যান্ডসেটটি ১৪,৪৯৯ টাকায় পাওয়া যাবে। ডিসকাউন্ট ছাড়াও এই ফোনের সাথে ব্যাঙ্ক অফার উপলব্ধ। এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে ৭৫০ টাকা ছাড়। আসুন Vivo Y22 এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Vivo Y22 ফোনের বিশেষত্ব
ভিভো ওয়াই২২ ফোনের সামনে দেখা যাবে ৭২০ x ১৬১২ পিক্সেল রেজোলিউশনের ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ এলসিডি প্যানেল। এই ডিসপ্লে ৮৯.৬৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এর পিক ব্রাইটনেস লেভেল ৫৩০ নিটস। ফোনটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া এতে ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই২২ হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড ফানটাচওএস ১২ কাস্টম স্কিনে চলবে। আর ফটো ও ভিডিওগ্রাফির জন্য Vivo Y22 এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস।