Vivo S18 Pro এর সবচেয়ে বড় আকর্ষণ ক্যামেরা, ফিচার্স ফাঁস হতেই বাজারে হৈচৈ

Update: 2023-12-04 12:34 GMT

বছর শেষে বেশিরভাগ শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন নির্মাতা তাদের একাধিক নতুন মোবাইল বাজারে আনছে। এর মধ্যে কিছু ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, আর কিছু মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন হ্যান্ডসেটের লঞ্চের জন্য ব্যস্ত ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল ভিভো, যারা সম্প্রতি ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজ ঘোষণা করেছে এবং আগামী ১৪ ডিসেম্বর চীনে Vivo S18 লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে - Vivo S18e, Vivo S18 এবং Vivo S18 Pro। যার মধ্যে এবার টপ-এন্ড Vivo S18 Pro-এর কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Vivo S18 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং সাইট) দাবি করেছেন যে, ভিভো এস১৮ প্রো ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে অফার করবে। এই স্ক্রিনের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে।

ফটোগ্রাফির জন্য, ভিভো এস১৮ প্রো-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯২০ প্রাইমারি সেন্সর থাকবে। যা কোম্পানির ফ্ল্যাগশিপ ভিভো এক্স১০০-এও ব্যবহৃত হয়। এস১৮ প্রো-এর মূল লেন্সের সাথে একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জেএন১ আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২x পর্যন্ত অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৬৩ টেলিফটো ক্যামেরা যুক্ত থাকবে। রিয়ার ক্যামেরা মডিউলের নীচে অরা লাইটও উপস্থিত থাকবে। আর ভিভো এস১৮ প্রো-এ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

ইতিমধ্যেই, ভিভো নিশ্চিত করেছে যে Vivo S18 Pro ফোনটি MediaTek Dimensity 9200+ চিপসেট দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকার কথাও বলা হয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, S18 Pro অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অরিজিন ওএস ৪ (Origin OS 4) সফ্টওয়্যার স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, আগেই টিজারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে Vivo S18 Pro তিনটি কালার অপশনে উপলব্ধ হবে - ব্ল্যাক, গ্রীন এবং ব্লু। এছাড়াও, Vivo S18 সিরিজে ভিভোর নতুন ব্লু হার্ট এআই মডেলের সঙ্গে ছয় বিলিয়ন প্যারামিটার রয়েছে বলে জানা গেছে, যা পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স সহ আরও বেশ কিছু ক্ষেত্রে উন্নতি আনতে পারে। উল্লেখ্য, Vivo S18 সিরিজ আগামী ১৪ ডিসেম্বর চীনে লঞ্চ হবে।

Tags:    

Similar News