লঞ্চের আগেই উন্মাদনা বাড়াল ভিভো S18 সিরিজ, দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী চিপের জুটিতে হবে ধামাল
ভিভো আগামীকাল, ১৪ ডিসেম্বর চীনে Vivo S18 সিরিজের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e - এই তিনটি মডেল বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এখন কোম্পানি Vivo S18 এবং Vivo S18 Pro-এ ব্যবহৃত চিপসেটগুলির নাম প্রকাশ করেছে। অন্যদিকে, সংস্থার ঘোষণার আগেই সূত্রের মাধ্যমে Vivo S18e-এ থাকা প্রসেসরটির নামও সামনে এসেছে। চলুন Vivo S18 সিরিজ সম্পর্কে যা যা তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vivo S18 সিরিজে ব্যবহৃত চিপসেটের নাম
চীনা ব্র্যান্ড দ্বারা প্রকাশিত পোস্টারে দেখা গেছে যে, ভিভো এস১৮-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট অন্তর্ভুক্ত থাকবে। এই একই চিপসেট অনর ১০০-এও ব্যবহৃত হয়েছে। আর ভিভো এস১৮ প্রো মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেটের সাথে আসবে। যা শাওমি ১৩টি প্রো, রেডমি কে৬০ আল্ট্রা, ভিভো এক্স৯০এস এবং আইকো নিও ৮ প্রো-এর মতো ফোনে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভিভো এস১৮ এবং ভিভো এস১৮ প্রো ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র্যাম + ৫১২ স্টোরেজ কনফিগারেশনে বাজারে আসবে।
অন্যদিকে, এক চীনা টিপস্টার দাবি করেছে যে, ভিভো এস১৮ই-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে, যেটি ইতিমধ্যেই ভিভো এস১৭ই, ভিভো ভি২৭, ভিভো টি২ প্রো ৫জি, আইকো জেড ৭ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এর মতো হ্যান্ডসেটে বিদ্যমান।
এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে Vivo S18e-তে একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, তবে তিনি এর আকার উল্লেখ করেননি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Vivo S18 এবং S18 Pro-তে ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo S18e-এ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সিস্টেম অবস্থান করবে।
অন্যদিকে, Vivo S18 এবং S18 Pro মডেল দুটি ৮০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। ক্যামেরার ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড Vivo S18-এ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। আর প্রো সংস্করণে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেলের লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অবস্থান করবে।