Vivo S18 সিরিজের বিশেষত্ব লিক হয়ে গেল, কী কী চমক অফার করবে দেখে নিন

By :  techgup
Update: 2023-11-04 04:44 GMT

ভিভো শীঘ্রই চীনে তাদের Vivo S18 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। এই সিরিজে Vivo S18e, স্ট্যান্ডার্ড Vivo S18 এবং Vivo S18 Pro - এই মডেলগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগে, এক জনপ্রিয় টিপস্টার এখন আসন্ন ফোনগুলির সম্ভাব্য কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ করেছেন।

Vivo S18 সিরিজের কালার অপশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি নতুন ওয়েইবো (একটি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে ভিভো এস১৮ সিরিজের কালার অপশনগুলি প্রকাশ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে, চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইট থেকে এই সিরিজটি অনুমোদন লাভ করেছে। আর এখন, ভিভো এস১৮ই, স্ট্যান্ডার্ড ভিভো এস১৮ এবং ভিভো এস১৮ প্রো মডেলগুলির রঙের বিকল্পগুলি সম্পর্কে জানা গেছে।

টিপস্টারের দাবি, ভিভো এস১৮ সিরিজের স্মার্টফোনগুলি তিনটি কালার অপশনে পাওয়া যাবে - ব্ল্যাক, গ্রীন এবং একটি মাল্টি কালার হিউ সংস্করণ। জানিয়ে রাখি, ভিভো ইতিমধ্যেই বেশ কিছু মডেল লঞ্চ করেছে, যেগুলিতে রামধনুর মতো ডিজাইন রয়েছে যা একাধিক রঙ প্রতিফলিত করতে পারে। ডিজিটাল চ্যাট স্টেশন আরও বলেছেন যে, ভিভো এস১৮ লাইনআপ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এর আগে, টিপস্টার দাবি করেছিলেন যে ব্র্যান্ডটি তাদের কিছু নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে, যা Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং MediaTek Dimensity 9200+ চিপসেটের সাথে লঞ্চ হবে। যদিও, সেগুলি Vivo S18 এবং Vivo S18 Pro নাকি iQOO Neo 9 এবং Neo 9 Pro, তা এখনও স্পষ্ট নয়। আগের ভিভো S17 সিরিজে Snapdragon 778+ এবং Dimensity 8200 প্রসেসর ছিল।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড Vivo S18 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে, যেখানে হাই-এন্ড প্রো মডেলটি MediaTek Dimensity 9200+ প্রসেসরের সাথে বাজারে আসতে পারে। আগামী ১৩ নভেম্বর Vivo X100 সিরিজ লঞ্চ হওয়ার পর, ব্র্যান্ডটি আগামী মাসে Vivo S18 লাইনআপ উন্মোচন করতে পারে।

Tags:    

Similar News