Vivo S19 Pro লঞ্চ হচ্ছে শীঘ্রই, থাকছে শক্তিশালী ডাইমেনসিটি 9200+ প্রসেসর
Vivo S19 সিরিজটিকে আগামী সপ্তাহে হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo S19e, Vivo S19 এবং Vivo S19 Pro স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগে এখন Vivo S19 Pro ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে, যা এর পারফরম্যান্স স্কোরের পাশাপাশি হার্ডওয়্যার সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করেছে।
Vivo S19 Pro হাজির হল Geekbench প্ল্যাটফর্মে
Vivo V2362A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। ডেটাবেসে নাম প্রকাশ না করা হলেও এটিকে ভিভো এস১৯ প্রো বলে মনে করা হচ্ছে। গিকবেঞ্চ ৫.৪.৪ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর রাউন্ডে ১,৫৬৮ পয়েন্ট এবং মাল্টি-কোর রাউন্ডে ৫,০১৯ পয়েন্ট অর্জন করেছে।
গিকবেঞ্চ লিস্টিংটি ভিভো এস১৯ প্রো মডেলে ১+৩+৪ কোর কনফিগারেশন, সর্বোচ্চ ৩.৩৫ গিগাহার্টজ ক্লক স্পিড এবং মালি-জি৭১৫-ইম্মর্টালিস এমসি১১ জিপিইউ সহ অক্টা-কোর প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে। ভিভো এস১৯ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট সহ আসবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি ৮ জিবি র্যামের সাথে আসবে বলেও আশা করা হচ্ছে।
Vivo S19 Pro ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে, যার ওপর কোম্পানির নিজস্ব অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনের স্তর থাকবে। এছাড়া, তালিকাটি আসন্ন ডিভাইস সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। সম্প্রতি, Vivo S19 Pro মডেলকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ডেটাবেসে দেখা গেছে, যা নির্দেশ করে যে এই আসন্ন S সিরিজের স্মার্টফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।