প্রথম সেলে পুরো 2000 টাকা ছাড়ে Vivo T2 Pro 5G, পাবেন 64 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 জিবি র‌্যাম

By :  techgup
Update: 2023-09-29 07:50 GMT

Vivo T2 Pro 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। আর আজ এই ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। সন্ধ্যা ৭টা থেকে Flipkart ও Vivo eStore থেকে Vivo T2 Pro 5G কেনা যাবে। আর লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফিচারের কথা বললে, ভিভোর এই হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ওআইএস অরা লাইট রিয়ার ক্যামেরা ও ৪৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo T2 Pro 5G এর দাম ও সেল অফার

ভিভো টি২ প্রো ৫জি ফোনে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি পর্যন্ত ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য হয়েছে ২৪,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে, Axis ও ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে Vivo T2 Pro 5G কিনলে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। যারপর ডিভাইসটির দুটি ভ্যারিয়েন্ট কেনা যাবে যথাক্রমে ২১,৯৯৯ টাকায় ও ২২,৯৯৯ টাকায়।

Vivo T2 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: ৬.৭৮ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি+ (২৪০০ × ১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ৩৮৮ পিপিআই পিক্সেল ডেন্সিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিটস পিক ব্রাইটনেস, ১০৫% এনটিএসসি কালার গ্যামট এবং ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও।

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০, মালি জি৬১০ জিপিইউ

মেমরি এবং স্টোরেজ: ৮ জিবি LPDDR4X র‌্যাম , ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি / ২৫৫ জিবি ইউএফএস ২.২ অভ্যন্তরীণ স্টোরেজ

সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩

ক্যামেরা: ওআইএস সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ এমপি বোকেহ ক্যামেরা, অরা লাইট এলইডি ফ্ল্যাশ

ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ব্যাটারি এবং চার্জিং: ৪৬০০ এমএএইচ ব্যাটারি, ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ, ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট

অডিও: সিঙ্গেল স্পিকার, টাইপ-সি অডিও পোর্ট

সিকিউরিটি: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

ওজন: ১৭৬ গ্রাম

অন্যান্য: IP52 রেটিং

Tags:    

Similar News