সস্তায় এত কিছু! দুর্দান্ত ক্যামেরা সহ Vivo T2 5G এবং Vivo T2x 5G ভারতে লঞ্চ হল, দাম শুরু ১২৯৯৯ টাকা থেকে

By :  SUMAN
Update: 2023-04-11 11:21 GMT

আজ অর্থাৎ ১১ই এপ্রিল Vivo তাদের লেটেস্ট দুটি স্মার্টফোন Vivo T2 5G এবং Vivo T2x 5G ভারতে লঞ্চ করল। এগুলি গত বছর আত্মপ্রকাশ করা Vivo T1 লাইনআপের উত্তরসূরি হিসাবে এসেছে। 5G সমর্থিত এই ডিভাইস দুটির মধ্যে একাধিক ফিচারগত সদৃশ্যতা আছে। যেমন এগুলি - ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং দুটি বৃত্তাকার রিং যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। উভয় মডেলই - লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, হাইব্রিড সিম স্লট এবং ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার অফার করে। যদিও বেশ কয়েকটি তারতম্যও নজরে পড়বে। যেমন Vivo T2 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান। অন্যদিকে Vivo T2x ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি থাকছে। চলুন এবার সদ্য লঞ্চের মুখ দেখা Vivo T2 এবং Vivo T2x স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো টি২ ৫জি ও ভিভো টি২এক্স ৪জি-এর দাম এবং লভ্যতা (Vivo T2 5G and Vivo T2x 5G smartphone Price & availability in india)

ভারতে, ভিভো টি২ ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্যে ১৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত উচ্চতর বিকল্পের দাম থাকছে ২০,০০০ টাকা। লভ্যতার কথা বললে, উক্ত হ্যান্ডসেটকে আগামী ১৮ই এপ্রিল থেকে - ভেলোসিটি ওয়েভ এবং নাইট্রো ব্লেজ কালার অপশনের সাথে উপলব্ধ করা হবে। আর লঞ্চ অফার হিসাবে, ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে ফোনটিকে ক্রয় করলে ৩ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্প এবং ধার্য মূল্যের উপর ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফারের লাভ ওঠানো যাবে।

অন্যদিকে, Vivo T2x 5G স্মার্টফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এগুলি হল - ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। আলোচ্য তিনটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১২,৯৯৯ টাকা, ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটিকে তিনটি কালার বিকল্পে পাওয়া যাবে, যথা - মেরিন ব্লু, অরোরা গোল্ড এবং গ্লিমার ব্ল্যাক। আগামী ২১শে এপ্রিল দুপুর ১২টায় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিভো টি২এক্স এর সেল শুরু হবে। সেল অফার হিসেবে সীমিত সময়ের জন্য উক্ত মডেলের সাথে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

ভিভো টি২ ৫জি -এর স্পেসিফিকেশন (Vivo T2 5G specifications)

ভিভো টি২ ৫জি স্মার্টফোন ৬.৩৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে সহ এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার উপস্থিত। আবার ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS ও EIS প্রযুক্ত সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেকেন্ডারি সেন্সর।

পারফরম্যান্সের জন্য টি২-সিরিজের এই নয়া স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি মেমরি মিলবে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণযোগ্য। এদিকে নিরাপত্তার জন্য ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে Vivo T2 5G স্মার্টফোনে - ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এর ওজন ১৭২ গ্রাম এবং পরিমাপ ১৫৮.৯১x৭৩.৫৩x৭.৮০ মিমি।

ভিভো টি২এক্স ৫জি -এর স্পেসিফিকেশন (Vivo T2x 5G specifications)

ভিভো টি২এক্স ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর উপস্থিত। অপারেটিং সিস্টেম হিসাবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিন পাওয়া যাবে৷ এটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ এসেছে৷

ক্যামেরা বিভাগের কথা বললে, নয়া Vivo T2x 5G স্মার্টফোনে LED ফ্ল্যাশ যুক্ত ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ডিভাইসের ডিসপ্লের উপরিভাগে থাকা ওয়াটারড্রপ নচ কাটআউটের মধ্যে ৮-মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার বিদ্যমান।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে উক্ত ৫জি-এনাবল হ্যান্ডসেটে সামিল রয়েছে - ৫জি, ডুয়াল সিম স্লট, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক৷ আবার সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার উপলব্ধ। Vivo T2x 5G স্মার্টফোনে ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি রয়েছে। এর পরিমাপ ১৬৪.০৫x৭৫.৬x৮.১৫ মিমি এবং ওজন প্রায় ১৮৪ গ্রাম।

প্রসঙ্গত, পূর্ববর্তী হ্যান্ডসেট অর্থাৎ ভিভো টি২ ৫জি -এর ন্যায় টি২এক্স ৫জি মডেলটিও হাইব্রিড সিম স্লট, ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার এবং মাইক্রোএসডি কার্ড অফার করে।

Tags:    

Similar News