প্রথম সেলে 2000 টাকা ছাড়, নতুন Vivo T3 5G ফোন কেনার সুবর্ণ সুযোগ
গত 21শে মার্চ ভারতে Vivo T3 স্মার্টফোন লঞ্চ হয়। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ 27শে মার্চ এটি সংস্থার ওয়েবসাইট ও অনলাইন শপিং পোর্টাল Flipkart -এর মাধ্যমে প্রথমবার এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ভারতে এই নতুন Vivo হ্যান্ডসেটের দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। তবে সেল অফারের লাভ ওঠাতে পারলে আপনারা নূন্যতম 17,999 টাকা খরচ করে ডিভাইসটি নিজের নামে করতে পারবেন। Vivo T3 5 ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, মিডিয়াটেকের প্রসেসর, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম এবং শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
Vivo T3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
প্লাস্টিক বডি বিল্ড ও ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসা ভিভো টি3 5জি স্মার্টফোনে রয়েছে 6.67-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। এই টাচ-স্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি 2,400 x 1,080 পিক্সেল রেজোলিউশন, 394 পিপিআই পিক্সেল ডেনসিটি,1,800 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সংযুক্ত। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য নবাগত এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে সামান্য উত্থিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল বর্তমান, যার মধ্যে তিনটি সেন্সর অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + একটি ফ্লিকার সেন্সর। এদিকে ফোনের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Vivo T3 5G স্মার্টফোন - উন্নত অডিও কোয়ালিটি সরবরাহের জন্য ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম এবং সিকিউরিটি ফিচার হিসাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.3, জিএনএসএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। নয়া Vivo T3 5G মডেলে 44 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। পরিশেষে ডিভাইসটি IP54 রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে।
ভারতে Vivo T3 5G স্মার্টফোনের দাম ও সেল অফার
এদেশের বাজারে ভিভো টি3 5জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। এই দাম এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার উচ্চতর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটি কিনতে 21,999 টাকা খরচ করতে হবে। আপনারা এই নয়া হ্যান্ডসেট সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) সহ পার্টনার অফলাইন রিটেল স্টোর থেকে - কসমিক ব্লু এবং ক্রিস্টাল ফ্লেক কালার অপশনে বেছে নিতে পারবেন।
এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতাদের 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর ডিভাইসটি নূন্যতম 17,999 টাকার বিনিময়ে কেনা সম্ভব।