চলতি মাসের শুরুতেই দেশে 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশের নির্বাচিত কিছু শহরের বাসিন্দারা Jio এবং Airtel-এর 5G সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তবে বহু গ্রাহক অভিযোগ করেছেন যে, 5G কানেক্টিভিটিযুক্ত ফোন থাকা সত্ত্বেও তারা এই 'রকেটের' গতির নেট পরিষেবা পাচ্ছেন না। সেক্ষেত্রে বলি, স্মার্টফোনে উপযুক্ত ব্যান্ড না থাকা এবং হ্যান্ডসেট নির্মাতা কোম্পানিগুলির তরফে প্রয়োজনীয় সফ্টওয়্যার আপডেট না মেলার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই ইউজারদের যাবতীয় সমস্যার যাতে অতি দ্রুত সমাধান করা যায়, তার জন্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি যথাযথ সফ্টওয়্যার আপডেট জারি করার দিকে বর্তমানে বেশ ভালোরকমভাবে মনোনিবেশ করেছে। আর এই কারণেই সম্প্রতি নিজেদের একগুচ্ছ ফোনে 5G সফ্টওয়্যার আপডেট রোলআউট করার কথা ঘোষণা করেছে বহুল জনপ্রিয় তথা দেশের তৃতীয় জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Vivo (IDC-র রিপোর্ট অনুযায়ী)।
শীঘ্রই বেশ কয়েকটি স্মার্টফোনের জন্য 5G সফ্টওয়্যার আপডেট রোলআউট করছে Vivo
ভিভো এই মাসের শেষের দিকে তাদের বেশ কয়েকটি হ্যান্ডসেটে ৫জি সাপোর্ট সহ সফ্টওয়্যার আপডেট রোলআউট করার কথা ঘোষণা করেছে। সংস্থার মতে, তাদের ৫জি-এনাবল ফোনগুলি স্ট্যান্ডঅ্যালোন এবং নন-স্ট্যান্ডঅ্যালোন ৫জি নেটওয়ার্কে কাজ করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি জিও বর্তমানে ইউজারদেরকে ৫জি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক প্রদান করছে। অন্যদিকে, চলতি সময়ে নন-স্ট্যান্ডঅ্যালোন ৫জি নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদেরকে ঝড়ের গতির ৫জি পরিষেবা প্রদান করছে এয়ারটেল।
Vivo-র বেশিরভাগ স্মার্টফোনেই পাওয়া যাবে দুরন্ত গতির 5G পরিষেবা
উল্লেখ্য যে, বর্তমানে ভিভোর ৩০ টি স্মার্টফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এগুলির বেশিরভাগই এনএসএ (নন-স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক) ৫জি নেটওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ (কম্প্যাটিবল)। তবে হালফিলে সংস্থার তরফে জানা গিয়েছে যে, চলতি সময়ে ভিভোর ছয়টিরও বেশি স্মার্টফোন ৫জি এসএ (স্বতন্ত্র বা স্ট্যান্ডঅ্যালোন) নেটওয়ার্ক সাপোর্ট করছে এবং সংস্থাটি এই মাসের শেষের দিকে বিশেষ সফ্টওয়্যার আপডেট রোলআউট করবে, যার সুবাদে কোম্পানির বেশিরভাগ স্মার্টফোন ৫জি এসএ-এর সাথে কম্প্যাটিবল হয়ে উঠবে। অর্থাৎ সোজা কথায় বললে, এবার ভিভোর অধিকাংশ ৫জি হ্যান্ডসেটেই ইউজাররা অতি অনায়াসে জিও এবং এয়ারটেলের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে নীচে সংস্থার সেই সমস্ত ৫জি সাপোর্টেড স্মার্টফোনগুলির তালিকা দেওয়া হল, যেগুলির জন্য চলতি মাসের শেষের দিকে সফ্টওয়্যার আপডেট রোলআউট করছে ভিভো।
Vivo-র এই ফোনগুলিতে মিলবে 5G নেটওয়ার্ক সাপোর্ট:
Vivo X50 Pro
Vivo V20 Pro
Vivo X60 Pro+
Vivo X60
Vivo X60 Pro
Vivo V21 5G
Vivo V21e
Vivo X70 Pro
Vivo X70 Pro+
Vivo Y72 5G
Vivo V23 5G
Vivo V23 Pro 5G
Vivo V23e 5G
Vivo T1 5G
Vivo Y75 5G
Vivo T1 Pro
Vivo X80
Vivo X80 Pro
Vivo V25
Vivo V25 Pro 5G
Vivo Y55 5G
Vivo Y55s 5G
খুব শীঘ্রই দেশের আরও অনেকগুলি শহরে পাওয়া যাবে Jio এবং Airtel-এর 5G পরিষেবা
প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে মাত্র দুটি টেলিকম সংস্থা Jio এবং Airtel ভারতের নির্বাচিত কিছু শহরের বাসিন্দাদের 5G পরিষেবা ব্যবহার করার সুযোগ দিয়েছে৷ উল্লেখ্য, চলতি মাসের দশেরার দিন থেকে মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বারাণসী – মাত্র এই চারটি শহরে 5G সার্ভিস চালু করেছে Jio। অন্যদিকে, চলতি সময়ে দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর ও বারাণসী - দেশের এই আটটি শহরে মিলছে Airtel-এর পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা। যদিও মাসখানেক আগে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস (DoT) জানিয়েছিল যে, দেশে 5G সার্ভিসের আগমন ঘটলে প্রাথমিকভাবে ১৩ টি বড়ো শহরে সর্বপ্রথম তা উপলব্ধ হবে, তবে বাস্তবে কিন্তু তেমনটা ঘটেনি। যদিও উভয় টেলিকম সংস্থার তরফেই নিশ্চিত প্রতিশ্রুতি মিলেছে যে, খুব শীঘ্রই দেশের আরও বেশ কয়েকটি শহরের মানুষ এই ঝড়ের গতির নেট সার্ভিসের স্বাদ চেখে দেখার সুযোগ পাবেন।