Vivo Y17s: কমলালেবুর রঙ এবার ফোনে, 50MP ক্যামেরার সঙ্গে নতুন চমক ভিভোর

Update: 2024-04-01 11:56 GMT

গত বছর অক্টোবরে, ভিভো ভারতে MediaTek Helio G85 চিপসেট সহ বাজেট-রেঞ্জে, Vivo Y17s লঞ্চ করেছিল। এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে জানা গেছে যে, ভিভো শীঘ্রই ফোনটির প্রতি আকর্ষণ বাড়াতে একটি নতুন কালার অপশন আনতে চলেছে। নয়া অবতারে Vivo Y17s আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মত বিশেষজ্ঞদের।

Vivo Y17s-এর নতুন কালার অপশন শীঘ্রই আসছে ভারতের বাজারে

টিপস্টার পারস গুগলানি তার এক্স (সাবেক টুইটার) পোস্টে উল্লেখ করেছেন যে, ভিভো ভারতে "ডায়মন্ড অরেঞ্জ" নামে ভিভো ওয়াই17এস-এর একটি নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা করছে। এতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ থাকবে। যেখানে আগের কালার ভ্যারিয়েন্টগুলি, অর্থাৎ মিস্টিক গ্রীন এবং গ্লিটার পার্পল শুধুমাত্র 4 জিবি র‍্যামের মধ্যে সীমাবদ্ধ ছিল৷

পারস গুগলানি নতুন রঙে ফোনটির একটি ছবিও শেয়ার করেছেন, যা রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর এবং এলইডি লাইট সহ ডায়মন্ড-প্যাটার্নযুক্ত ডিজাইন দেখিয়েছে। নতুন রঙের বিকল্পটির সম্পর্কে আরও বিশদ তথ্য শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Vivo V17s-এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই17এস-এ 720 x 1612 পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি স্ট্যান্ডার্ড 60 হার্টজ রিফ্রেশ রেট এবং 840 নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট দ্বারা চালিত, যা 6 জিবি এল পিডিডিআর4এক্স র‍্যাম এবং 128 জিবি ইএমএমসি 5.1 স্টোরেজের সাথে যুক্ত। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে৷ সফ্টওয়্যারের ক্ষেত্রে, ভিভো ওয়াই17এস Android 13-ভিত্তিক ফানটাচ ওএস 13 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo V17s-এর রিয়ার ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেলের বোকেহ লেন্সের সাথে যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo V17s-এ বিশাল 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই বাজেট রেঞ্জের ভিভো ফোনটি ডুয়েল সিম সাপোর্ট, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট, একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং IP54-রেটেড চ্যাসিস অফার করে।

Tags:    

Similar News