চোখের পলকে ফুল চার্জ হবে ব্যাটারি, তাক লাগানো স্মার্টফোন আনতে চলেছে Vivo

Update: 2023-12-31 04:17 GMT

নতুন বছরে লঞ্চ করার জন্য ভিভো (Vivo) একটি স্মার্টফোনের ওপর কাজ করছে বলে সম্প্রতি জানা গেছে। অফিসিয়াল নাম এখনও গোপন থাকলেও, ফোনটি এখন চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। সেই সাইটে তালিকাভুক্ত মডেল নম্বরটি (V2314DA)-এর সাথে সম্প্রতি লঞ্চ হওয়া ভিভোর সাব-ব্রান্ড iQOO Z8-এর মডেল নম্বরের (V2314A)-এর মিলে যায়, যা আসন্ন হ্যান্ডসেটটির সাথে Z8 সিরিজের সম্পর্কের ইঙ্গিত করে। চলুন থ্রি-সি ডেটাবেস থেকে নতুন ভিভো ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Vivo-এর নতুন হ্যান্ডসেটকে দেখা গেল 3C-এর ডেটাবেসে

চীনা কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মের লিস্টিংয়ে V2314DA মডেল নম্বর যুক্ত ভিভো ফোনটির চার্জিং স্পিড প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এতেও আইকো জেড৮-এর মতো ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে জানা গেছে। তাই এটিকে বিদ্যমান আইকো জেড৮ সিরিজের একটি সম্ভাব্য ভ্যারিয়েন্ট বা সংযোজন বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, গত আগস্টে মুক্তি পাওয়া আইকো জেড৮ ফোনটি মসৃণ ভিজ্যুয়ালের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির ডিসপ্লে অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। এই ফোনে থাকা ভিসি কুলিং চেম্বার চরম গেমিং সেশনের সময় কার্যকরী হিট ম্যানেজমেন্ট নিশ্চিত করে। আইকো জেড৮ অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে অরিজিনওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, iQOO Z8-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। এই আইকো ফোনটির সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি-সি পোর্ট। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z8-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ১২০ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

জানিয়ে রাখি, খুব শীঘ্রই চীনা ব্র্যান্ডটি Vivo X100 Pro+, Vivo X Fold 3 সিরিজ, Vivo X Flip 2 এবং Vivo Pad 3-এর মতো একগুচ্ছ ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Vivo X100s-এর আগমন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এটি ফ্ল্যাট-স্ক্রিন এবং ৮০/১২০ ওয়াট চার্জিং সাপোর্টের সাথে X100 সিরিজের অন্যান্য মডেলের থেকে আলাদা হবে।

Tags:    

Similar News