৬ হাজার টাকা সস্তা হল Vivo V25 Pro 5G, রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

By :  ANKITA
Update: 2022-11-10 14:29 GMT

ভিভো ইন্ডিয়া তাদের ক্রেতাদের জন্য লোভনীয় অফারের ঘোষণা করল। এই অফারে Vivo V25 Pro 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনেক কমে কেনা যাবে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন কোনো 5G ফোন খুঁজে থাকেন, তাহলে এটি একটি ভালো বিকল্প হতে পারে। ভিভোর এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন Vivo V25 Pro 5G ফোনের উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Vivo V25 Pro 5G ফোনের দাম ও অফার

ভিভো ভি২৫ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৯,৯৯৯ টাকা। তবে এটি এখন ৩৫,৯৯৯ টাকায় ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। এছাড়া HDFC ও ICICI ব্যাংকের কার্ডধারীদের দেওয়া হবে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়। এই অফার ৩০ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

Vivo V25 Pro 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

প্রথমেই ভিভো ভি২৫ প্রো ফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত। এই ক্যামেরাগুলি সহ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের আই অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা।

আবার এই ফোনে দেওয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৫ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফান টাচওএস (FunTouch OS) কাস্টম স্কিনে রান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V25 Pro ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Tags:    

Similar News