45 হাজারের Vivo V27 Pro 5G মিলছে বাজেট ফোনের দামে, পাবেন রঙ বদলানো ডিজাইন ও 50MP ক্যামেরা

Update: 2023-03-10 13:25 GMT

কম খরচে ভালো ডিজাইন এবং ফিচারযুক্ত স্মার্টফোন তৈরির জন্য Vivo কোম্পানি বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে এই ব্র্যান্ডের একটি লেটেস্ট স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে Vivo V27 Pro 5G আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। আসলে চলতি মাসের একদম গোড়াতে (পড়ুন প্রথমদিনে) লঞ্চ হওয়া এই Vivo ফোনটি এর রঙ বদলানোর ফিচার বিশিষ্ট ডিজাইনের জন্য চর্চায় রয়েছে। শুধু তাই নয়, এতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা লেন্সও। আর সবচেয়ে বড় ব্যাপার হল যে, এই মুহূর্তে Vivo V27 Pro 5G স্মার্টফোন কিনলে আপনারা ব্যাপক ছাড় পাবেন – ৪৫ হাজারের ফোন ২০ হাজারেরও কমে! শুনে আগ্রহ বোধ করছেন? তাহলে আসুন, এখন Vivo V27 Pro 5G ফোনে উপলব্ধ অফার এবং এর মূল ফিচারগুলি এক নজরে দেখে নিই।

লেটেস্ট Vivo V27 Pro 5G ফোনে বাম্পার অফার দিচ্ছে Flipkart

ভিভো ভি২৭ প্রো ৫জি স্মার্টফোনটির ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৪,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট (Flipkart) এই ফোনের ওপর এখন ১১% ছাড় দিচ্ছে, যার ফলে এটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এর পাশাপাশি ক্রেতারা কিছু ব্যাঙ্ক অফারের সুবিধাও পাবেন; যেমন আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০% অতিরিক্ত ছাড় মিলবে৷ এছাড়াও যারা পেটিএম ওয়ালেট (Paytm Wallet)-এর মাধ্যমে পেমেন্ট করবেন, তারা ১০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন।

শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের অধীনে ভিভো ভি২৭ প্রো ৫জির ওপর আলাদা করে ডিসকাউন্ট পাওয়া যাবে, যা অত্যন্ত সাশ্রয়ী। এক্ষেত্রে পুরনো স্মার্টফোনের বিনিময়ে ফোনটি কিনলে ২২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সমস্ত ডিসকাউন্ট এবং অফার কাজে লাগানো গেলে আপনাকে এই নতুন ফোনটি কেনার জন্য ব্যয় করতে হবে মাত্র ১৭,৪৯৯ টাকা। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা এবং ব্র্যান্ড/মডেলের ওপর।

Vivo V27 Pro 5G-এর স্পেসিফিকেশন

আলোচ্য ভিভো ভি২৭ প্রো ৫জি ফোনে আছে ৩ডি কার্ভড এজসহ ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে পারফরম্যান্সের জন্য ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দেওয়া হয়েছে; এর সাথে থাকবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত ৪,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এক্ষেত্রে সফ্টওয়্যার হিসেবে মিলবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ্ ওএস ১৩ ভার্সন। উল্লেখ্য, ফটোগ্রাফির জন্যও এই ভিভো ফোনটি সেরা – এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

Tags:    

Similar News