৩ হাজার টাকা ছাড়, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Vivo V27 Pro ফোনের সেল শুরু হোলির আগেই
গত ১লা মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Vivo V27 স্মার্টফোন সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে দুটি মডেল এসেছে, যথা - Vivo V27 এবং V27 Pro। যার মধ্যে হাই-এন্ড মডেলটিকে আজ অর্থাৎ ৬ই মার্চ থেকে ই-কমার্স সাইট Flipkart এবং Vivo E-store -এর মাধ্যমে কেনা যাবে। সর্বোপরি প্রথম সেলের অংশ হিসাবে ডিভাইসটিকে ব্যাঙ্ক কার্ড অফ এবং এক্সচেঞ্জ অফারের সাথে পকেটস্থ করা যাবে। বিশেষত্বের কথা বললে, Vivo V27 Pro ফ্লোরাইড এজি কালার-চেঞ্জিং মেটেরিয়াল ব্যবহৃত কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল ডিজাইন সহ এসেছে। এক্ষেত্রে এই পিছনের প্যানেলটি আলোর সাথে প্রতিক্রিয়ায় হালকা থেকে গাঢ় নীল রঙে রূপান্তরিত হবে। আবার রাতের বেলা হাই-কোয়ালিটি ফটো ক্লিক করার সুবিধার্থে আলোচ্য ডিভাইসকে অরা লাইট ফ্ল্যাশের সাথে নিয়ে আসা হয়েছে।
এছাড়া - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে এই হ্যান্ডসেটে। উল্লেখিত ফিচারের ভিত্তিক Vivo -এর এই নয়া স্মার্টফোনটি ভারতে বিদ্যমান OnePlus 11R 5G, Realme GT Neo 3, এবং iQOO 9T মডেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন এবার Vivo V27 Pro স্মার্টফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে ভিভো ভি২৭ প্রো -এর দাম ও সেল অফার (Vivo V27 Pro Price and Sale Offers in india)
ভারতের বাজারে ভিভো ভি২৭ প্রো স্মার্টফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড মডেলের বিক্রয় মূল্য যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা ও ৪২,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটিকে নোবেল ব্ল্যাক এবং ম্যাজিক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।
ফার্স্ট সেলের অফার হিসাবে, ICICI, HDFC এবং Kotak Mahindra ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডধারীরা ধার্য মূল্যের উপর ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া ভিভো স্মার্টফোনটি কিনলে ২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। তবে আগেই বলে দিই, ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কিনবেন এমন গ্রাহকদের জন্যই শুধুমাত্র উল্লেখিত অফারগুলি উপলব্ধ। লভ্যতার কথা বললে, ফ্লিপকার্ট ছাড়াও Vivo V27 Pro স্মার্টফোনকে ভিভো ই-স্টোর, ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটাল সহ শীর্ষস্থানীয় রিটেল আউটলেটের মাধ্যমে কেনা যাবে।
ভিভো ভি২৭ প্রো -এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo V27 Pro Specifications and Features)
ভিভো ভি২৭ প্রো স্মার্টফোনে ৩ডি (3D) কার্ভড এজ সহ ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ৩৮৮ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ১.০৮ বিলিয়ন কালার সমর্থন করে। মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্সের জন্য এতে, ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স কার্ড হিসাবে এতে মালি-জি৬১০ এমসি৬ (Mali-G610 MC6) জিপিইউ মিলবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Vivo V27 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX 766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে। ফোনটির নোবেল ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের পরিমাপ ১৬৪.১x৭৪.৮x৭.৩৬ মিমি এবং ম্যাজিক ব্লু কালার বিকল্পের পরিমাপ ১৬৪.১x৭৪.৮x৭.৪ মিমি। উভয় বিকল্পের ওজন ১৮২ গ্রাম।