80W ফাস্ট চার্জিং সহ 64MP ক্যামেরা, তুখোড় ফিচার্সে বাজার কাঁপাতে আসছে Vivo V29e
চলতি সপ্তাহে Vivo V29 5G লঞ্চ করার পর, ভিভো এই সিরিজের অধীনে Vivo V29e নামে আরেকটি স্মার্টফোন বিশ্ববাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আর এখন লঞ্চের আগে এটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। আজ পর্যন্ত Vivo V29e সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Vivo V29e পেল Bluetooth SIG-এর অনুমোদন
Vivo V2303 মডেল নম্বর সহ ভিভো ভি২৯ই স্মার্টফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। এর মডেল নম্বর নিশ্চিত করার পাশাপাশি, সার্টিফিকেশনটি এও প্রকাশ করেছে যে ডিভাইসটি ব্লুটুথ ৫.১ ভার্সন সাপোর্ট করবে। ইতিমধ্যেই অতীতের রিপোর্টগুলি ভি২৯ই সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে।
জানিয়ে রাখি, আগের একটি সূত্র থেকে V2304 মডেল নম্বরটি ভিভো ভি২৯ই ৫জি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের সাথে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। শোনা যাচ্ছে, এটি ৮ জিবি/ ১২ জিবি র্যামের সাথে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসটিতে ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে বলেও জানা গেছে।
এছাড়া, Vivo V29e-এ ব্যবহার করা হবে ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে। তবে এগুলি ছাড়া, ডিভাইসটির সম্পর্কে আর কোনও তথ্য এখনও সামনে আসেনি। আশা করা যায় খুব শীঘ্রই Vivo V29e-এর বিষয়ে আরও তথ্য অনলাইনে প্রকাশিত হবে।
উল্লেখ্য, সদ্য উন্মোচিত স্ট্যান্ডার্ড Vivo V29 5G-তে ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১,২৬০ x ২,৮০০ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে Snapdragon 778G চিপসেট রয়েছে এবং এটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। ফটোগ্রাফির জন্য, V29 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ এসেছে। আর ফোনের সামনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29 5G-তে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।