ফাটাফাটি ক্যামেরার সঙ্গে কালার চেঞ্জিং ফিচার, Vivo V29e-র লঞ্চ এই মাসেই, প্রকাশ্যে রিপোর্ট
ভিভো শীঘ্রই ভারতে Vivo V29 স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে৷ চলতি মাসের শুরুতে এই সিরিজের প্রথম ডিভাইস হিসাবে স্ট্যান্ডার্ড Vivo V29 মডেলটি বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করেছে। শোনা যাচ্ছে এটি আগস্টের মাঝামাঝিতে ভারতীয় বাজারে লঞ্চ হবে বলে। আবার V29 সিরিজের আরেকটি ডিভাইস, Vivo V29e ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং আইএমইআই (IMEI) এর ছাড়পত্র লাভ করেছে। আর এখন জানা যাচ্ছে, Vivo V29 নয়, Vivo V29e ভারতে V29 সিরিজের প্রথম ফোন হিসাবে পা রাখবে। আগস্টের শেষে লঞ্চ হবে এটি। চলুন Vivo V29e এর লঞ্চ, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।
Vivo V29e শীঘ্রই লঞ্চ হচ্ছে ভারতের বাজারে
মাইস্মার্টপ্রাইস দাবি করেছে, আসন্ন ভিভো ভি২৯ই হবে ভিভো ভি-সিরিজের অধীনে 'ই' ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ হওয়া এখনও অবধি সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। ডিজাইন এবং ক্যামেরার ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে এটি। ফোনটিতে গ্লাস ফিনিশ সহ অভিনব ডিজাইন থাকবে। আল্ট্রা-স্লিম বডির সাথে কালার-চেঞ্জিং গ্লাস ব্যাক দেখা যাবে। ভিভো ভি২৯ই-তে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৩ডি কার্ভড ডিসপ্লে থাকবে।
শোনা যাচ্ছে, এই ভিভো হ্যান্ডসেটটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। এটি ভারতে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে হবে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ভিভো ভি২৯ই আগস্টের শেষের দিকে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে, তাই আশা করা যায় ভিভো আগস্টের মাঝামাঝি থেকে টিজার প্রকাশ করতে শুরু করবে। ডিভাইসটিকে এর আগে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছিল, যা এর হার্ডওয়্যার সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করে। ভিভো ভি২৯ই-এর মডেল নম্বর V2023 এবং এটি 'হোলি' (Holi) কোডনেম যুক্ত একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে।
জানিয়ে রাখি, হোলি হল Snapdragon 480 5G/480+ ৫জি চিপসেটের কোডনেম, তাই এগুলির মধ্যে কোনও একটি Vivo V29e-এ ব্যবহৃত হবে বলে আশা করা যায়। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ফোনটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ৮৯৯ পয়েন্ট এবং ২,০৪৫ পয়েন্ট স্কোর করেছে। গিকবেঞ্চ অনুসারে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এ রান করবে, যার ওপর সম্ভবত ফানটাচওএস ১৩ (FunTouchOS 13) সফ্টওয়্যার স্কিনের স্তর থাকবে। গিকবেঞ্চের পাশাপাশি, Vivo V29e বিআইএস এবং আইএমইআই ডেটাবেসেও উপস্থিত হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ভিভো প্রযুক্তি মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কেননা আইডিসি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংকে পিছনে ফেলে ভিভো ভারতীয় স্মার্টফোন বাজারে মার্কেট শেয়ারের ভিত্তিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি ১৬% মার্কেট শেয়ার অর্জন করেছে, যেখানে স্যামসাং ১৫.৭% বাজার দখল করতে পেরেছে।