অবশেষে লঞ্চের দিন পাকা হল, Vivo V29e এই মাসেই দুর্দান্ত ফিচার সহ ভারতে আসছে, দাম কত রাখা হবে জেনে নিন
গতকাল (১৭ই আগস্ট) Vivo -কে তাদের আপকামিং হ্যান্ডসেট Vivo V29e -এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রো সাইট লাইভ করতে দেখা গিয়েছিল। যার লিস্টিং ফোনটির ডিজাইন ও বেশ কয়েকটি ফিচার নিশ্চিত করেছে। আর আজ সংস্থাটি আরেকটা নয়া টিজার ইমেজ শেয়ার করে আলোচ্য ডিভাইসের লঞ্চের তারিখ ঘোষণা করল। শুধু তাই নয়, Vivo V29e কত দামের মধ্যে আসবে এবং কোথা থেকে কেনা যাবে সে তথ্যও সামনে এসেছে।
Vivo V29e স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল সংস্থা
ভিভোর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ভিভো ভি২৯ই স্মার্টফোনকে আগামী ২৮শে আগস্ট দুপুর ১২টায় ভারতে লঞ্চ করা হবে। এক্ষেত্রে আগ্রহীরা লঞ্চ ইভেন্টটির লাইভ স্ট্রিমিং সংস্থার ভারতীয় শাখার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে দেখতে পারবেন।
এছাড়া সংস্থার লাইভ করা ডেডিকেটেড মাইক্রো সাইট নিশ্চিত করেছে যে, আসন্ন ভিভো ভি২৯ই স্মার্টফোনের দাম এদেশে ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যেই রাখা হবে। আর ফার্স্ট সেলে এটিকে ভিভো ই-স্টোর, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং পার্টনার রিটেল আউটলেট থেকে কেনা যাবে বলেও মাইক্রো সাইটে উল্লেখ আছে।
প্রসঙ্গত হালফিলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো তাদের এই নয়া হ্যান্ডসেটকে সম্ভবত দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করবে। এগুলি - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ হতে পারে।
Vivo V29e স্মার্টফোনের স্পেসিফিকেশন
এবার আসা যাক ভিভো ভি২৯ই স্মার্টফোনের ডিজাইন ও ফিচারের প্রসঙ্গে। মাইক্রো সাইটের শেয়ার করা একটি টিজার পোস্টারে আলোচ্য হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের বাঁ দিকে উলম্ব আয়তক্ষেত্রকার বক্স দেখে গেছে, যার ডিজাইন গ্লসি ফিনিশিং হবে এবং ডানদিকে লেদার টেক্সচার বডি থাকবে। এটিকে কালার-চেঞ্জিং ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলেও জানা গেছে। এক্ষেত্রে টিজার ইমেজে থাকা মেরুন কালার বিকল্পের রঙ পরিবর্তিত হয়ে ব্ল্যাক হতে দেখা গেছে। ভিভো ব্র্যান্ডিংয়ের এই ফোন – আর্টিস্টিক রেড এবং আর্টিস্টিক ব্লু কালার অপশনে লঞ্চ হতে পারে।
ফিচার হিসাবে, ভিভো ভি২৯ই স্মার্টফোনে পাতলা বেজেল পরিবেষ্টিত ৬.৭৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস ৩ডি (3D) কার্ভড পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিজাইনের ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৮.৭-ডিগ্রি কার্ভেচার অফার করবে। আবার ফটো তোলার জন্য ডিভাইসের পিছনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। এই ক্যামেরাগুলি ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) প্রযুক্তি সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার হতে পারে। সংস্থার দাবি, এই রিয়ার ক্যামেরা ইউনিট নাইট পোট্রেট তোলার ক্ষেত্রে আদর্শ। এদিকে ফোনের সামনে আই অটো-ফোকাস মোডের সুবিধা সহ ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে হয়তো।
মাইক্রো সাইট থেকে আরও জানা গেছে যে, এই ফোন ৭.৫ মিমি পুরু এবং ওজনে ১৮০.৫ গ্রাম হবে। আর ২.২৯ মিমি ওয়ান-পিস ন্যারো ফ্রেমের সাথে আসবে। এছাড়া বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে (GeekBench) -এর লিস্টিং নিশ্চিত করেছে যে, উক্ত ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি অথবা ৪৮০+ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে। Vivo V29e স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এই মুহূর্তে আর কিছু জানা সম্ভব হয়নি।