Vivo V30 নতুন Snapdragon প্রসেসর ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে, থাকছে Android 14 ভার্সন

Update: 2023-11-16 06:00 GMT

Qualcomm গত মাসে তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর, Snapdragon 8 Gen 3 লঞ্চ করেছে। যার শক্তিতে বলীয়ান হয়ে সম্প্রতি Xiaomi 14 সিরিজ ও iQOO 12 সিরিজ বাজারে পা রেখেছে। এদিকে জল্পনা শোনা যাচ্ছে, Snapdragon 7-সিরিজের আরও দু'টি চিপসেট লঞ্চ করতে চলেছে মার্কিন কোম্পানিটি। যার মধ্যে একটি Qualcomm Snapdragon 7 Gen 3 হবে বলে মনে করা হচ্ছে। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এই মিড-রেঞ্জ প্রসেসরটি সামনে আসতে পারে। অঘোষিত Snapdragon 7 Gen 3 সমন্বিত Vivo V30 ফোনটি এবার গিকবেঞ্চে (Geekbench) হাজির হয়ে বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এনেছে।

Vivo V30 দেখা গেল Geekbench ডেটাবেসে

ভিভো তাদের জনপ্রিয় ভি-সিরিজের অধীনে ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো হ্যান্ডসেটগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে, যেগুলি V2318 এবং V2319 মডেল নম্বর বহন করে। আর এখন, ভিভো ভি৩০ জিপিইউ পারফরম্যান্স পরিমাপের জন্য গিকবেঞ্চের ভালকান (Vulkan) টেস্ট ডেটাবেসে উপস্থিত হয়েছে। ডিভাইসটি ভালকান টেস্টে ৪,১৬৭ পয়েন্ট অর্জন করেছে।

বেঞ্চমার্ক লিস্টিংটি প্রকাশ করেছে যে, কোয়ালকমের নতুন প্রসেসর থাকবে এতে, যা আসন্ন স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট বলে মনে হচ্ছে। এর সাথে ১২ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকবে বলেও জানা গেছে। পৃথকভাবে চিপসেটের সম্পর্কে বললে, লিস্টিংটি প্রকাশ করে যে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ২.৬৩ গিগাহার্টজের একটি হাই পারফরম্যান্স কোর, ২.৪০ গিগাহার্টজ স্পিডের তিনটি পারফরম্যান্স কোর এবং ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স কোর দ্বারা গঠিত হবে। আর গ্রাফিক্সের জন্য, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩-এর সাথে অ্যাড্রেনো ৭২০ জিপিইউ যুক্ত থাকতে পারস।

জানিয়ে রাখি, এখনও পর্যন্ত Vivo V30 সিরিজের লঞ্চের টাইমলাইন সম্পর্কে কোনও তথ্য সামনে না এলেও, ভিভো চীনে তাদের আসন্ন S-সিরিজের অধীনে Vivo S18 এবং Vivo S18 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। স্ট্যান্ডার্ড S18 এবং S18 Pro-তে যথাক্রমে Qualcomm Snapdragon 7 Gen 3 এবং MediaTek Dimensity 9200 Plus চিপসেট থাকতে পারে।

অনুমান করা হচ্ছে যে Vivo V30 ফোনটি রেগুলার Vivo S18 মডেলটির ডাউনগ্রেড ভার্সন হতে পারে। অন্যদিকে, Vivo V30 Pro ফোনটি সম্ভবত Vivo S18 Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। Vivo V30 সিরিজ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ভারত সহ বিশ্বের কিছু বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News