Vivo V30 পাওয়ারফুল প্রসেসর ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে অ্যামোলেড ডিসপ্লে
Vivo তাদের V সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করল। এই হ্যান্ডসেটের নাম Vivo V30। লেটেস্ট এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরাও ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করে। Vivo V30 চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে - ৮ জিবি+ ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি। ভারত সহ বিভিন্ন দেশে ফোনটি পাওয়া যাবে। তবে এর দাম এখনো জানানো হয়নি। যদিও শীঘ্রই এর মূল্য প্রকাশ করা হবে বলে মনে হচ্ছে। আসুন Vivo V30 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo V30 এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ভি৩০ ফোনে ১২৮০x২৮০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই 1.5K ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। ফটোগ্রাফির জন্য ভিভো ভি৩০ ফোনের পিছনে অরা এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে দেওয়া প্রধান ক্যামেরায় ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার সাপোর্ট করে। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Vivo V30 ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৭.৪৫ মিলিমিটার পুরু এবং ১৮৬ গ্রাম ওজনের এই ফোনটি নোবেল ব্ল্যাক, ব্লুম হোয়াইট, ওয়েভিং অ্যাকোয়া এবং লাশ গ্রিন কালারে পাওয়া যাবে। আর হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। সংস্থাটি ৪ বছর ধরে সফটওয়্যার আপডেট দেবে।