50MP ফ্রন্ট ক্যামেরার জনপ্রিয় ফোন Vivo V29e-এর আপগ্রেড ভার্সন বাজারে আসছে

Update: 2024-03-15 07:28 GMT

ভিভো সম্প্রতি গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও Vivo V30 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। আর এখন মনে করা হচ্ছে যে, কোম্পানি সম্ভবত Vivo V30e নামে একই সিরিজের অধীনে এক নয়া মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। এই জল্পনাটি এখন আরও ঘনীভূত হয়েছে যে, কেননা একটি নতুন ভিভো ফোন গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে উপস্থিত হয়েছে। Vivo V30e সম্পর্কে কি কি তথ্য উঠে এল এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo V30e-কে দেখা গেল Geekbench প্ল্যাটফর্মে

V2339 মডেল নম্বর সহ একটি ভিভো ফোন গিকবেঞ্চে উপস্থিত হয়েছে। এটি ভিভো ভি৩০ সিরিজের অংশ হবে বলে আশা করা হচ্ছে। ভিভো ভি৩০ প্রো (V2318)-এর মডেল নম্বরের সাদৃশ্য বিবেচনা করে এটির নাম ভিভো ভি৩০ই রাখা হতে পারে। স্মার্টফোনটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে ৯২৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৭৪৯ পয়েন্ট অর্জন করেছে।

গিকবেঞ্চ ডেটাবেসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিভো ভি৩০ই সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট সহ আসবে। এটি অ্যাড্রেনো ৭১০ জিপিইউ এর সাথে যুক্ত থাকবে ও ক্লক স্পিড ২.২১ গিগাহার্টজ বলে জানা গেছে। এছাড়াও, ভিভো ভি৩০ই ৮ জিবি র‍্যামের সাথে আসবে এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে বলেও বেঞ্চমার্ক লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড্রয়েডের ওপর ভিভোর ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনের স্তর থাকবে।

Vivo V29e-এর স্পেসিফিকেশন

গতবছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া Vivo V29e-এর উত্তরসূরি হিসেবে Vivo V30e বাজারে আসতে চলেছে। যদিও, এখনও ফোনটির খুব বেশি স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে এটি কি কি অফার করতে পারে সে সম্পর্কে ধারণা পেতে এর পূর্বসূরির স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে।

Vivo V29e-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, Vivo V29e-এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29e শক্তিশালী ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News