Vivo X Fold 3 নামের একটি নয়া ফোল্ডেবল স্মার্টফোন আগামী বছরের শুরুতে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই আসন্ন এই ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) আলোচ্য হ্যান্ডসেটের সম্ভাব্য লঞ্চের সময় এবং কয়েকটি কী-ফিচার শেয়ার করেছেন। পাশাপাশি এমনও দাবি করা হয়েছে যে, Vivo X Fold 3 ফোনের সাথেই Vivo X100 Pro+ মডেলটিও আত্মপ্রকাশ করতে পারে।
Vivo X Fold 3 স্মার্টফোন লঞ্চের সময় এলো সামনে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের একটি লেটেস্ট পোস্ট অনুসারে, ভিভো এক্স ফোল্ড ৩ সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ হবে। মনে করা হচ্ছে, ডিভাইসটি হালকা এবং পাতলা ডিজাইনের সাথে আসবে এবং পেরিস্কোপ জুম ক্যামেরা অফার করবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বে লঞ্চ হওয়া প্রত্যেকটি এক্স-সিরিজের ফোল্ডেবল হ্যান্ডসেটে টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাই টিপস্টার প্রদত্ত তথ্য যদি সত্যি হয়, তবে ভিভো প্রথমবারের জন্য তাদের কোনো এক্স-লাইনআপ মডেলকে পেরিস্কোপ টেলিফোটো সেন্সরের সাথে নিয়ে আসতে চলেছে।
এদিকে, Vivo X Fold 3 স্মার্টফোনের সাথে আত্মপ্রকাশ করতে চলা Vivo X100 Pro+ -এর ফিচারও ফাঁস হয়েছে। জানা গেছে, আলোচ্য মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। যদিও এই একই প্রসেসর আসন্ন Vivo X Fold 3 ফোল্ডেবল ফ্ল্যাগশিপেও ব্যবহার করা হবে কিনা তা এই মুহূর্তে অনিশ্চিত। তবে আমাদের অনুমান, উল্লেখিত দুটি হ্যান্ডসেটকে স্বতন্ত্র এসওসি -এর সাথে নিয়ে আসা হবে।
প্রসঙ্গত Vivo X100 Pro+ আগামী বছর লঞ্চের মুখ দেখলেও, এর নিম্নতর দুটি মডেল অর্থাৎ Vivo X100 এবং X100 Pro সম্ভবত চলতি বছরের নভেম্বর মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। পূর্ববর্তী কয়েকটি রিপোর্ট অনুসারে, উভয় মডেলেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট সমন্বিত থাকবে। আবার সিরিজের রেগুলার মডেল অর্থাৎ Vivo X100 -এর 5G ভ্যারিয়েন্টটি V2308 মডেল নম্বর বহন করবে বলে জানা গেছে। ফিচার হিসাবে এতে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ডাইমেনসিটি ৮-সিরিজ চিপসেট, ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ, আপকামিং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যেতে পারে। উপরন্তু, ডিভাইসটি - ব্ল্যাক, হোয়াইট এবং পার্পেল কালার অপশনে লঞ্চ হবে বলেও খবর সামনে এসেছে।