Vivo X Fold S চলতি মাসেই লঞ্চের সম্ভাবনা, Snapdragon 8+ Gen 1 চিপ সহ দেখা গেল Geekbench-এ
মনে করা হচ্ছে Vivo X Fold S শীঘ্রই বাজারে আসতে পারে। কিছুদিন আগে একে চায়না কম্পোলসারি সার্টিফিকেশন (3C) সাইটে-এ দেখা গিয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল ফোল্ডেবল ফোনটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখন আবার এই হ্যান্ডসেটটিকে Geekbench-এর মত বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, Vivo X Fold S ফোনটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে এড্রনো ৭৩০ জিপিইউ ব্যবহার করা হবে। এছাড়াও এতে শক্তিশালী ব্যাটারি, ১২ জিবি র্যাম, ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা থাকবে।
Vivo X Fold S উপস্থিত হল Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা, ভিভো এক্স ফোল্ড এস-কে সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পেয়েছেন, যেখানে তার মডেল নম্বর ছিল V2229A। এখান থেকে উঠে এসেছে যে, এই হ্যান্ডসেটটির মাদারবোর্ডের কোডনেম 'টারো,' যাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের চিপসেট বলে মনে করা হচ্ছে। এই প্রসেসরের সাথে এড্রনো ৭৩০ জিপিইউ উপস্থিত। এছাড়াও জানা গেছে এই চিপসেটের মধ্যে চারটি কোর ২.০২ গিগাহার্টজ, তিনটি কোর ২.৭৫ গিগাহার্টজ এবং প্রাইম কোরটি ৩.১৯ গিগাহার্টজ ক্লকস্পিডে চলে।
লিস্টিং থেকে আরও জানা গেছে যে, ভিভো এক্স ফোল্ড এস ফোনে ১১.০১ জিবি র্যাম দেখা যাবে। অর্থাৎ খাতায় কলমে সেটি ১২ জিবি র্যাম বলেই পরিগণিত হবে। এছাড়াও জানা যাচ্ছে ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড কাস্টমাইজড ইউআই কাস্টম স্কিনে চলবে। গিকবেঞ্চে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১৩১৯ এবং ৪০৪৫ পয়েন্ট অর্জন করেছে।
এর আগে জানা গিয়েছিল যে, Vivo X Fold S ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ব্যবহার করা হবে। ফোল্ডেবল ফোনটি লেদার ফিনিশ এবং ইনস্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে। মনে করা হচ্ছে এর বিল্ডিং কোয়ালিটি পূর্বসূরীর তুলনায় উন্নত হবে।
বিভিন্ন রিপোর্টের দাবি অনুযায়ী, Vivo X Fold S শীঘ্রই, হয় তো এই সেপ্টেম্বরেই লঞ্চ করতে পারে। যদিও কোম্পানির তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।