প্রিমিয়াম ফিচারে ঠাসা Vivo X Fold 2 ও X Flip চলতি সপ্তাহে লঞ্চ হচ্ছে, তার আগেই ফাঁস সম্পূর্ণ স্পেসিফিকেশন

By :  SUMAN
Update: 2023-04-17 15:06 GMT

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড Vivo খুব শীঘ্রই দু-দুটি নতুন ফোল্ডেবল হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে। এদের নাম - Vivo X Fold 2 এবং X Flip। উভয় ডিভাইস ২০ই এপ্রিল বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে৷ লঞ্চের তারিখ ঘোষণা করা হলেও, ফোন দুটির স্পেসিফিকেশন এতদিন গোপন রেখেছিল Vivo। কিন্তু আজ এক টিপস্টারের দৌলতে লঞ্চের আপকামিং Vivo X Fold 2 এবং X Flip ফোল্ডেবল মডেল-দ্বয়ের ফিচার ফাঁস হয়েছে।

Vivo X Fold 2 -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় টিপস্টার ইশান আগরওয়াল (Ishan Agarwal) এবং মার্কেট রিসার্চার সাইট 91Mobiles -এর সৌজন্যে ভিভোর আসন্ন দুটি ফোল্ডেবল হ্যান্ডসেটের সম্ভাব্য ফিচার সামনে এসেছে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, Vivo X Fold 2 স্মার্টফোনে ৮.০৩-ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা ৪:৩.৫ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করবে। এদিকে ডিভাইসটির সেকেন্ডারি ডিসপ্লের সাইজ হবে ৬.৫৩-ইঞ্চি, যা ২,৫২০×১,০৮০ পিক্সেল রেজোলিউশন, ২১:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং ৪২০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে।

পারফরম্যান্সের জন্য আলোচ্য ফোল্ডেবল ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ আসবে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ২৫৬ জিবি বা ৫১২ জিবি UFS 4.0 অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Vivo X Fold 2 মডেলে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। পরিমাপের কথা বললে, ফোনটি ভাঁজ অবস্থায় ১৩ মিমি ও খোলা অবস্থায় ৬ মিমি পুরু হবে এবং এর ওজনে থাকবে প্রায় ২৮০ গ্রাম।

ফটোগ্রাফির জন্য, Vivo X Fold 2 স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে বলে জানা গেছে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৭৫ অ্যাপারচার), ১০৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.০ অ্যাপারচার), এবং ৪৭-মিমি ফোকাল লেন্থ সহ ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার। এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। আর নিরাপত্তার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে।

জানা যাচ্ছে, আসন্ন Vivo X Fold 2 স্মার্টফোনকে - ব্লু, ব্ল্যাক এবং রেড কালার বিকল্পে পাওয়া যাবে।

Vivo X Flip -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক লিকে আসন্ন ভিভো এক্স ফ্লিপ মডেলের ফিচারও প্রকাশ করেছেন টিপস্টার। নাম অনুসারে, উক্ত ফোনটি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ (Samsung Galaxy Z Flip) মডেলের মতো ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইন অফার করবে। এর প্রাইমারি ডিসপ্লের সাইজ হবে ৬.৭৪-ইঞ্চি। এই ডিসপ্লে প্যানেলটি হবে AMOLED, যা ২,৫২০x১,০৮০ পিক্সেল রেজোলিউশন, ২১:৯ এসপেক্ট রেশিও, ৪০৬ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করবে। অন্যদিকে, এতে ৩-ইঞ্চির কভার ডিসপ্লেও থাকবে। পারফরম্যান্সের জন্য আলোচ্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেটের সাথে আসবে। এতে ১২ জিবি LPDDR5X র‌্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

ছবি ও ভিডিওগ্রাফির জন্য Vivo X Flip স্মার্টফোনে - ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৭৫ অ্যাপারচার) এবং ১০৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২ অ্যাপারচার) মিলবে। আর ডিভাইসের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার। নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে বলে দাবি করেছেন টিপস্টার।

আর পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Flip ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিভাইসটি ৮.২ মিমি পুরু এবং ওজন প্রায় ২০০ গ্রাম হবে। এটি - পার্পেল, ব্ল্যাক, এবং গোল্ড কালার শ্যাডে আসবে বলে জানা যাচ্ছে।

Tags:    

Similar News