রূপে-গুণে ধুম মাচাচ্ছে Vivo X100, গিকবেঞ্চে পারফরম্যান্স টেস্টে রেকর্ড পয়েন্ট পেয়ে চমক

Update: 2023-11-04 05:42 GMT

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতার মতো, ভিভো (Vivo)-ও খুব শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। Vivo X100 সিরিজটি আগামী ১৩ নভেম্বর চীনে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। লঞ্চের আগেই এবার স্ট্যান্ডার্ড Vivo X100 মডেলটি স্পেসিফিকেশন সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। বেঞ্চমার্ক লিস্টিং কী কী তথ্য সামনে আনল, চলুন দেখে নিই।

Vivo X100 দেখা গেল গিকবেঞ্চের ডেটাবেসে

V2309A মডেল নম্বর ভিভো এক্স১০০ ফোনটি গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলে বেঞ্চমার্ক ডেটাবেস থেকে জানা গেছে এবং ফোনটির চীনা সংস্করণে নতুন অরিজিন ওএস ৪ (Origin OS 4) কাস্টম স্কিনটি দেখা যাবে আশা করা হচ্ছে।

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, ভিভো এক্স১০০ এআরএমভি৮ (ARMv8) আর্কিটেকচারে নির্মিত “k6989v1_64” মডেল কোড যুক্ত একটি মাদারবোর্ড দ্বারা চালিত হবে। এটি হল একটি অক্টা-কোর প্রসেসর, যার চারটি কোর ২ গিগাহার্টজে রান করে। এছাড়া, তিনটি কোরের ক্লক স্পিড ২.৮৫ গিগাহার্টজ এবং একটি হাই-পারফরম্যান্স কোর ৩.২৫ গিগাহার্টজে চলে। এই সমস্ত তথ্যগুলি নির্দেশ করে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ হতে পারে। এটি ফ্ল্যাগশিপ-গ্রেড প্রসেসর, যা গ্রাফিক্সের জন্য মালি-জি৭২০ ইম্মর্টালিস এমসি১২ জিপিইউ-এর সাথে যুক্ত।

এছাড়াও গিকবেঞ্চ নিশ্চিত করেছে যে, Vivo X100-এ ১২ জিবি র‍্যাম থাকবে, যদিও আশা করা যায় লঞ্চের সময় বিভিন্ন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ডিভাইসটি গিকবেঞ্চ ৫-এর (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,৬৪২ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৭,১৯৯ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এমন মাল্টি-কোর স্কোর সত্যিই অস্বাভাবিক।

জানিয়ে রাখি, এর আগে Vivo X100 আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক ডেটাবেসে ২২,৪৯,৮৫৮ পয়েন্টের অভাবনীয় স্কোর অর্জন করেছে, যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত Xiaomi 14 সিরিজের তুলনায় অনেকটাই বেশি। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে আরও জানা গেছে যে, Vivo X100 নতুন সনি (Sony) ক্যামেরা সেন্সর সহ আত্মপ্রকাশ করবে৷

Tags:    

Similar News