Vivo-র এই ফ্ল্যাগশিপ ফোনে মিলছে বাম্পার Offer, উঠবে ঝকঝকে ছবি, চার্জ হবে নিমেষেই

Update: 2024-02-13 17:38 GMT

বাজারে এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিশাল রমরমা, আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে গত মাসে Vivo-ও তার ফিচারে ঠাসা দামী হ্যান্ডসেট সিরিজ Vivo X100 লঞ্চ করেছে। সেক্ষেত্রে আপনি যদি এই চীনা ব্র্যান্ডের ফ্যান হন আর তাদের এই নতুন ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে দারুণ সুখবর। এখন, Flipkart Mobile Bonanza Sale-এর শেষ মুহূর্তে Vivo-র লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Vivo X100 ফোনটি ৫,০০০ টাকা কম দামে উপলব্ধ হয়েছে। এছাড়া এতে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও কাজে লাগানোর সুযোগ রয়েছে।

টাকা বাঁচিয়ে Vivo X100 ফোন কেনার সুবিধা দিচ্ছে Flipkart

বর্তমানে ফ্লিপকার্ট, ভিভো এক্স৯০ ফোনের দুটি স্টোরেজ মডেলেই ছাড় দিচ্ছে। ফলত এর ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে ৬৮,৯৯৯ টাকার বদলে ৬৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে, যেখানে ৭৪,৯৯৯ টাকা মূল্যের টপ ভ্যারিয়েন্ট মানে ১৬ জিবি ও ৫১২ জিবি মডেলটি মিলবে ৬৯,৯৯৯ টাকায়। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৫,০০০ টাকা ছাড় পাবেন, থাকবে ১২ মাসের নো কস্ট ইএমআই স্কিমও।

এছাড়াও যদি পুরোনো ফোনের বদলে এই ভিভো ফোন কেনেন, তাহলে ৫৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানো যাবে। কিন্তু এই বিশাল এক্সচেঞ্জ ভ্যালু পেতে হলে কোম্পানির যাবতীয় শর্ত মানতে হবে।

Vivo X100-এর স্পেসিফিকেশন

ভিভো এক্স১০০ প্রিমিয়াম ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮-ইঞ্চি ১.৫কে (1.5K) এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স (LPDDR5x) র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ (UFS 4.0) স্টোরেজের সুবিধা মিলবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

আবার এই ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ করবে। একইভাবে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সফ্টওয়্যার ফ্রন্টে এটি চলবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএসের সাহায্যে।

Tags:    

Similar News