200MP ক্যামেরার সঙ্গে 3টি 50MP ক্যামেরা, বাজার তোলপাড় করতে আসছে Vivo X100 Pro+
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে ভিভো (Vivo) তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ X100 লাইনআপের ডিভাইসগুলির ওপর কাজ করছে। এই সিরিজে Vivo X100, X100 Pro এবং X100 Pro+ নামে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। যার মধ্যে Vivo X100 এবং X100 Pro আসবে MediaTek Dimensity 9300 চিপসেটের সাথে। আর Pro+ ভার্সন Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলবে বলে জানা গেছে। আর এখন ওই চিপসেট যুক্ত ভিভোর এক ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। তাই অনুমান করা হচ্ছে ফোনটি আসলে Vivo X100 Pro+। চলুন এটি কী কী অফার করবে দেখে নেওয়া যাক।
Vivo X100 Pro+ এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এক চীনা টিপস্টারের দাবি, ভিভো এক্স১০০ প্রো প্লাস-তে ৬.৭৮ ইঞ্চি ওলেড প্যানেল থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। টিপস্টার উল্লেখ না করলেও অনুমান, ভিভো এক্স১০০ প্রো প্লাস কার্ভড-এজ ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যা কিউএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। স্ক্রিনে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে।
ভিভো এক্স১০০ প্রো প্লাস-এ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে, যার ওপরে অরিজিন ওএস ৪.০ (OriginOS 4.0)-এর স্তর থাকবে। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-চালিত ডিভাইসটি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। যেহেতু এটি এক্স১০০ লাইনআপের সবচেয়ে শক্তিশালী ফোন হবে, তাই খুব সম্ভবত এর সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ১ টিবি স্টোরেজ সহ ১৬ জিবি /২৪ জিবি র্যাম অফার করবে।
টিপস্টার তার সোশ্যাল মিডিয়া পোস্টে Vivo X100 Pro+ এর ফ্রন্ট ক্যামেরা সংক্রান্ত কিছু জানাননি। তবে বলেছেন যে, ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে পরিবর্তনশীল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX989 প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। এটি আবার একটি ৫০ মেগাপিক্সেলের IMX598 আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের IMX758 পোর্ট্রেট লেন্স এবং একটি ২০০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরার সাথে যুক্ত থাকবে।
উল্লেখ্য, এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, X100 Pro+ ফোনে কাস্টম-মেড পেরিস্কোপ জুম ক্যামেরা থাকবে, যা স্যামসাং এবং ভিভো যৌথভাবে তৈরি করবে। বলা হচ্ছে, এই ক্যামেরাটি আসলে ১০x পর্যন্ত অপটিক্যাল জুম প্রদান করতে সক্ষম Samsung HP3 লেন্সের মডিফায়েড ভার্সন হবে। বর্তমানে, Vivo X100 Pro+-এর ব্যাটারি বা চার্জিং স্পিড সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই।