লঞ্চের আগেই Vivo X100 Pro ফোনের আনবক্সিং ভিডিও ফাঁস, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে Sony ক্যামেরা
আগামী ১৩ই নভেম্বর চীনের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo X100 স্মার্টফোন সিরিজ। এটি গত বছর নভেম্বরে আগত Vivo X90 লাইনআপের উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে। ফলে আশা করা হচ্ছে, পূর্বসূরি ন্যায় উত্তরসূরিও - স্ট্যান্ডার্ড Vivo X100, উচ্চতর Vivo X100 Pro, এবং টপ-এন্ড Vivo X100 Pro+ মডেলের সাথে আসবে। এক্ষেত্রে সম্প্রতি সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে Vivo X100 এবং Vivo X100 Pro হ্যান্ডসেট দুটির বেশ কয়েকটি কি-ফিচার এবং কালার ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্য টিজ করা হয়েছে৷ আবার এখন এক টিপস্টারের দৌলতে, সিরিজের 'Pro' মডেলের আনবক্সিং ভিডিও অনলাইনে বিশেষভাবে ভাইরাল হল।
প্রকাশ্যে এলো Vivo X100 Pro ফোনের আনবক্সিং ভিডিও
টিপস্টার টেক গিক (Tech Geek) সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো -তে, আপকামিং ভিভো এক্স১০০ প্রো ফোনের আনবক্সিং ভিডিও শেয়ার করেছে। সদ্য প্রকাশ্যে আসা ভিডিও-তে এই ফোনটি রিপল গ্লাস ফিনিশিং যুক্ত ব্লু কালার ভ্যারিয়েন্টে নজরে পড়েছে। একই সাথে, ডিভাইসের পেছনে ঠিক মধ্যিখানে বড় ও বৃত্তাকার একটি ক্যামেরা ইউনিটও দেখা গেছে। এছাড়া ভিডিওতে, গ্রে রঙের একটি রিটেল বক্সও দেখানো হয়েছে। যার মধ্যে - একটি ইউএসবি কেবল এবং একটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত।
অনবক্সিং ভিডিও-টিতে শুধুমাত্র ভিভো এক্স১০০ প্রো -এর বাইরের ডিজাইনই লক্ষণীয়। কোনো প্রকারের ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি। তবে সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ফোন ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সমর্থন সহ আসতে পারে। আর এটি ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত হবে। আবার উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। তদুপরি ছবি তোলার জন্য - ১ ইঞ্চির Sony IMX989 প্রাইমারি রিয়ার সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত Samsung JN1 সেকেন্ডারি শুটার এবং ৪.৩এক্স অপটিক্যাল জুম সহ OmniVision OV64B টেলিফটো লেন্স দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।
এছাড়া, Vivo X100 সিরিজের তিনটি মডেলই - ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং একটি আইআর ব্লাস্টার অফার করতে পারে।