Vivo X100 Pro সাপোর্ট করবে 120W ফাস্ট চার্জিং, ফোন চার্জ হতে লাগবে কয়েক মিনিট!

Update: 2023-10-20 14:16 GMT

ভিভো (Vivo) শীঘ্রই তাদের X-সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। গত বছর নভেম্বর মাসে কোম্পানিটি Vivo X90 সিরিজ বাজারে এনেছিল। এই লাইনআপের মতোই আসন্ন Vivo X100 সিরিজে স্ট্যান্ডার্ড, 'Pro' এবং 'Pro Plus' মিলিয়ে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড Vivo X100 মডেলটিকে সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন, উচ্চতর X100 Pro মডেলটিও এই ওয়েবসাইটটি উপস্থিত হয়েছে। নতুন লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo X100 Pro-কে দেখা গেল 3C-তে

ভিভো এক্স১০০ প্রো ফোনটি চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। যা প্রকাশ করেছে যে, ডিভাইসটি V2334A মডেল নম্বর বহন করে। বেস ভিভো এক্স১০০ মডেলটি সপ্তাহের শুরুতে V2309A মডেল নম্বরের সাথে ৩সি-এর ডেটাবেসে উপস্থিত হয়েছিল। প্রসঙ্গত, ৩সি সার্টিফিকেশন একটি চীনা নিয়ন্ত্রক সংস্থা। সুতরাং, এই প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করার ফলে ফোনটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে বলে আশা করা যায়।

এছাড়া, ভিভো এক্স১০০ প্রো-কে স্ট্যান্ডার্ড মডেলের মতোই ৩সি লিস্টিংয়ে V12060L0A0-CN / V12060LIH0-CN1 / V12060LIA0-CN / V12060LIH1-CN - এই পাওয়ার অ্যাডাপ্টারগুলির সাথে দেখা গেছে। অর্থাৎ, এটিও সম্ভবত একই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করবে। জানিয়ে রাখি, আগের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে প্রো মডেলটি বড় ৫,৪০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটিতে 2K রেজোলিউশনের ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে। অন্যদিকে, রেগুলার এক্স১০০-এ 1.5K রেজোলিউশনের ওলেড প্যানেল থাকতে পারে।

উল্লেখ্য, Vivo X100 লাইনআপে MediaTek-এর আপকামিং ফ্ল্যাগশিপ প্রসেসর, Dimensity 9300 ব্যবহৃত হতে পারে, যা আগামী ৬ নভেম্বর বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। প্রিমিয়াম গ্রেডের Vivo X100 স্মার্টফোন সিরিজট আগামী মাসের তৃতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। তাই, নতুন ভিভো ডিভাইসগুলির বিষয়ে আরও আপডেট খুব শীঘ্রই অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News