ইতিহাস গড়ার পথে Vivo X100 সিরিজ, পিছনে 200+50+50+50 মেগাপিক্সেল ক্যামেরা
Vivo X100 সিরিজ আগামী ১৩ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে৷ এই লাইনআপে Vivo X100, X100 Pro, এবং X100 Pro+ নামে তিনটি মডেল বাজারে আসতে পারে৷ অফিসিয়াল লঞ্চের আগেই, ফোনগুলির সম্পর্কে নানা আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। আর এখন Vivo X100-এর ক্যামেরা ডিটেলস ফাঁস হয়ে গিয়েছে। যার উপর ভিত্তি করে বলা যায়, Sony IMX920 প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে এতে।
Vivo X100 সিরিজের ক্যামেরা ডিটেলস লিক হল
ভিভো এক্স১০০-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৫৭ অ্যাপারচার সহ সনি আইএমএক্স৯২০ প্রাইমারি সেন্সর, ১৫ মিলিমিটারের ফোকাল লেন্থ সহ স্যামসাং আইএসওসেল জেএন১ ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৫৭ অ্যাপারচার ও ৩x অপটিক্যাল জুম সহ ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ ম্যাক্রো লেন্স থাকবে। এই তথ্যটি চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন শেয়ার করেছেন। এছাড়াও, ফোনটির ক্যামেরা লেন্স "ভ্যারিও-টেসার" (Vario-Tessar) হিসাবে লেবেল করা হয়েছে বলে তার দাবি৷
উল্লেখযোগ্যভাবে, আগেও নানা রিপোর্ট ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলেই ইঙ্গিত দিয়েছিল৷ উচ্চতর প্রো মডেলে সনি আইএমএক্স ৯৮৯ প্রাইমারি সেন্সর, স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর এবং মনিভিশন ওভি৬৪বি টেলিফটো সেন্সর থাকবে বলে জানা গেছে। অন্যদিকে, টপ-এন্ড ভিভো এক্স১০০ প্রো+ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৫৯৮ আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট সেন্সর এবং ১০x জুম সহ ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি৩ সেন্সর টেলিফোটো পেরিস্কোপ ক্যামেরার সাথে আসতে পারে।
Vivo X100, X100 Pro-এর রেন্ডার
Vivo X100 এবং X100 Pro স্মার্টফোনের ইমেজ রেন্ডারও ডিজিটাল চ্যাট স্টেশন ফাঁস করেছেন। সানসেট অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট লেদার ফিনিশের সাথে পাওয়া যেতে পারে, যেখানে ব্লু কালার অপশন একটি গ্লাস বডি ডিজাইন সহ আসতে পারে। Vivo X100 Pro সাদা এবং কালো রঙেও উপলব্ধ হতে পারে এবং টিপস্টারের মতে উভয়ই গ্লাস বডি অফার করবে।
এর পাশাপাশি ফাঁস হওয়া ছবিগুলি প্রকাশ করেছে যে, স্ট্যান্ডার্ড X100 এবং X100 Pro উভয়ই 'জেইস' (ZEISS) ব্র্যান্ডিং সহ বৃহৎ বৃত্তাকার প্রসারিত ক্যামেরা মডিউল অফার করবে। Vivo X100-এর ব্লু কালার ভ্যারিয়েন্টে থাকা টেক্সচারটিকে কোম্পানি রিপল গ্লাস ফিনিশ (Ripple Glass Finish) হিসেবে অভিহিত করেছে।
Vivo X100 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Vivo X100 এবং X100 Pro দুই হ্যান্ডসেটই MediaTek Dimensity 9300 প্রসেসর ব্যবহার হবে শোনা যাচ্ছে, যেখানে উচ্চতর Vivo X100 Pro+ Qualcomm-এর Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসতে পারে। এছাড়া, Vivo X100 স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনগুলি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ আসতে পারে৷
উল্লেখযোগ্য, আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইট থেকে জানা গেছে যে Vivo X100 সিরিজ এলপিডিডিআর৫টি র্যাম প্রযুক্তি অফার করা প্রথম স্মার্টফোন লাইআপ হতে চলেছে। Vivo X100 সিরিজে সর্বাধিক ২৪ জিবি র্যাম পাওয়া যেতে পারে। প্রো ভ্যারিয়েন্টটি ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের জন্য সাপোর্ট সহ ৫,৪০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে।