Vivo X100 সিরিজ পারফরম্যান্সে টেক্কা দেবে iPhone কে, আসছে Dimensity 9300 প্রসেসর সহ
Vivo বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X100 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপকে সম্ভবত নভেম্বর মাসে উন্মোচন করা হবে। এক্ষেত্রে লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই নতুন নতুন ফিচার ফাঁস হচ্ছে। আজ আবার Vivo X100 সিরিজের প্রসেসর সংক্রান্ত কিছু বিশেষ তথ্য প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে উক্ত লাইনআপটি পূর্বসূরির থেকে বড়সড় চিপসেট আপগ্রেড সহ আসবে, যা ডিভাইসের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, বহুল-প্রতীক্ষিত ভিভো এক্স১০০ স্মার্টফোন সিরিজকে আপকামিং ডাইমেনসিটি ৯৩০০ (Dimensity 9300) প্রসেসরের সাথে নিয়ে আসা হবে। জানিয়ে রাখি, এই চিপসেটটি এখনও পর্যন্ত মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। এমনকি মিডিয়াটেকের এই প্রসেসর, অ্যাপলের সর্বশেষ ৩এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৭ বায়োনিক চিপসেটের পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে দাবি করা হয়েছে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। মনে করা হচ্ছে, এটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিটের ঠিক আগে অর্থাৎ অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হবে। এই অত্যাধুনিক প্রসেসর নতুন প্রজন্মের N4P প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার সাথে ইমোর্টালিস জি৭২০ জিপিইউ সংযুক্ত। এছাড়া চিপসেটে - চারটি কর্টেক্স-এক্স৪ কোর এবং চারটি কর্টেক্স-এ৭২০ কোর থাকবে, যা ডিভাইসের কর্মক্ষমতাকে ১৫% পর্যন্ত বৃদ্ধি করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
Vivo X100 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুসারে, আসন্ন Vivo X100 সিরিজে কার্ভড এজ সহ AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। এই টাচস্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। সিরিজের ফোনগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনে রান করবে। আবার উন্নত ক্যামেরা পারফরম্যান্সের জন্য সিরিজটিকে পরবর্তী প্রজন্মের ভি৩ আইএসপি (V3 ISP) চিপের সাথে নিয়ে আসা হবে। যদিও ডিভাইসগুলির ক্যামেরা বিভাগের বিশদ বিবরণ এখনো ফাঁস করা হয়নি অনলাইনে। তবে জানা যাচ্ছে, Vivo X100 সিরিজ সম্ভবত পূর্বসূরি X90 সিরিজের তুলনায় আরো ভালো ক্যামেরা হার্ডওয়্যার অফার করবে। বিশেষত সিরিজের টপ-এন্ড Vivo X100 Pro+ মডেল দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স প্রদান করতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, উচ্চতর Vivo X100 Pro এবং X100 Pro+ উভয় মডেলই - IP68 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম, ইনফ্রারেড ক্যাপাবিলিটি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হতে চলেছে বলে শোনা যাচ্ছে।