আর চীন নয়, এবার Vivo X100 ও Vivo X100 Pro ফোনের দুর্দান্ত ক্যামেরার স্বাদ পাবে গোটা বিশ্ব, কবে লঞ্চ হবে
Vivo সম্প্রতি বহুল প্রতীক্ষিত Vivo X100 স্মার্টফোন সিরিজের গ্লোবাল লঞ্চের তারিখ ঘোষণা করল। সংস্থার গ্লোবাল শাখার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই আসন্ন এই স্মার্টফোন লাইনআপের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। এই পেজে নিশ্চিত করেছে যে, সিরিজের Vivo X100 এবং X100 Pro স্মার্টফোন দুটি আগামী ১৪ই ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করবে। এছাড়া আয়োজিত লঞ্চ ইভেন্টটি সন্ধ্যা ৭ টায় শুরু হবে বলে জানানো হয়েছে। তবে কোন দেশের আঞ্চলিক সময়ে ইভেন্টটি লাইভ হবে সেই তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি।
Vivo তাদের আধিকারিক ওয়েবসাইটে একটি টিজার পোস্টার শেয়ার করেছে, যা নিশ্চিত করছে Vivo X100 সিরিজের স্মার্টফোনগুলি গত ২৪শে নভেম্বর থেকে বিশ্ব বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। তবে বাস্তবে দেখা যাচ্ছে, সংস্থাটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের জন্য ফোনগুলির প্রি-অর্ডার নেওয়া এখনও শুরু করতে পারেনি। কিন্তু যেহেতু ১৪ই ডিসেম্বর ফোনগুলি আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী লঞ্চ হবে, সেহেতু আমরা আশা করছি খুব শীঘ্রই প্রি-অর্ডার শুরু করবে Vivo।
চীনে Vivo X100 Pro+ স্মার্টফোনের লঞ্চের টাইমলাইন পিছিয়ে দেওয়া হল
Vivo, ২০২৪ সালের প্রথমার্ধের শুরুতে এই একই সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ Vivo X100 Pro+ চীনে লঞ্চ করার কথা নিশ্চিত করেছিল। কিন্তু এখন জানা যাচ্ছে ডিভাইসটির লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, সংস্থাটি হয়তো এই ফোনটির লঞ্চ আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত পিছিয়ে দিতে পারে।
এদিকে, সংস্থার তরফ থেকে আরো ঘোষণা করা হয়েছে যে, Vivo X100 Pro+ স্মার্টফোনের পাশাপাশি Vivo Pad 3 ট্যাবলেট এবং Vivo X Fold 3 ফোল্ডেবল স্মার্টফোনও এই সময়ে উন্মোচন করা হবে। এছাড়া Vivo X100 এবং X100 Pro মডেল দুটির ফ্ল্যাট স্ক্রিন ভ্যারিয়েন্ট Vivo X100S ও X100S Pro নামের সাথে লঞ্চ হতে পারে।
প্রসঙ্গত, ফ্ল্যাগশিপ মিডিয়াটেক চিপসেট চালিত Vivo X100 এবং Vivo X100 Pro স্মার্টফোন দুটি ইতিমধ্যেই চীনে লঞ্চের মুখ দেখেছে। এবার বিশ্বব্যাপী আত্মপ্রকাশের পালা। আলোচ্য হ্যান্ডসেট দুটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। যার দরুন এগুলির গ্লোবাল সংস্করণ কিরূপ ফিচার অফার করবে তারও একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি।
Vivo X100 এবং Vivo X100 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: ৬.৭৮-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে - ১.৫কে (২৮০০×১২৬০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিট পিক ব্রাইটনেস, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ২১৬০ হার্টজ PWM ডিমিং এবংHDR10+ প্রযুক্তি সমর্থন করবে।
- চিপসেট: ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর এবং ইমর্টালিস জি৭২০ জিপিইউ।
- স্টোরেজ: ১২ জিবি / ১৬ জিবি LPDDR5X র্যাম (স্ট্যান্ডার্ড), ১৬ জিবি LPDDR5T RAM (প্রো ভ্যারিয়েন্ট) এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি/ ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ।
- সফ্টওয়্যার: লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪.০ (OriginOS 4.0) কাস্টম স্কিন।
- রিয়ার ক্যামেরা: স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo X100 ফোনে - OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX920 সেন্সর (সেন্সর সাইজ - ১/১.৪৯-ইঞ্চি) + ১৫০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + এফ/২.০ অ্যাপারচার ও OIS সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (সেন্সর সাইজ - ১/২-ইঞ্চি)।
অন্যদিকে Vivo X100 Pro ফোনে - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX989 সেন্সর (সেন্সর সাইজ - ১ ইঞ্চি) + ১৫০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + OIS যুক্ত ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো লেন্স (সেন্সর সাইজ - ১/২-ইঞ্চি)। এই ফোনই V3 ইমেজিং চিপের সাথে আসবে। এছাড়া উভয় হ্যান্ডসেট - জেইস টি কোটিং এবং জেইস অপটিক্স সাপোর্ট করবে ।
- ফ্রন্ট ক্যামেরা: এফ/২.০ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ব্যাটারি এবং চার্জিং: ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি (X100)। উচ্চতর মডেলে ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য বৈশিষ্ট্য: জল এবং ধুলো প্রতিরোধী IP68 রেটিং, ইনফ্রারেড সেন্সর, হাইফাই অডিও সহ স্টেরিও স্পিকার সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।