লঞ্চের ক'ঘন্টা আগেই Vivo X100 সিরিজের দাম ফাঁস, সাধ্যের মধ্যে সেরা ফ্ল্যাগশিপ ফোন?
ভিভো আজ তাদের বহু প্রতীক্ষিত Vivo X100 সিরিজ লঞ্চ করতে চলেছে। এর সাথে কোম্পানি নতুন Vivo Watch 3 স্মার্টওয়াচেরও দাম ঘোষণা করবে। চীনে সন্ধ্যা ৭টায় (স্থানীয় সময়) লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যান্ডার্ড Vivo X100, Vivo X100 Pro, ও Vivo Watch 3 - সবকটির দাম ফাঁস হয়েছে।
Vivo X100 সিরিজ এবং Vivo Watch 3-এর দাম ফাঁস
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, ওয়েইবো থেকে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো-এর ভ্যারিয়েন্ট এবং দাম প্রকাশ্যে এসেছে। ভিভো এক্স১০০-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হবে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৬৭০ টাকা) এবং উচ্চতর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেটি পাওয়া যাবে ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৬৭০ টাকা) মূল্যে৷
অন্যদিকে, ভিভো এক্স১০০ প্রো-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হবে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৮,১৬০ টাকা)। এই ফোনের টপ-এন্ড ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৬৬,২৮০ টাকা) হতে পারে। আরও জানা গিয়েছে যে, ভিভো এক্স১০০ প্রো স্টার ট্রেল ব্লু, সানসেট অরেঞ্জ, হোয়াইট মুনলাইট এবং চেইন ব্ল্যাক -এই চারটি কালারে পাওয়া যাবে। মনে করা হচ্ছে, ভিভো এক্স১০০ মডেলটিও এই শেডগুলিতে পাওয়া যাবে। সবশেষে ভিভো ওয়াচ ৩-এর দাম হতে পারে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,১১০ টাকা)।
জানিয়ে রাখি, MediaTek Dimensity 9300 প্রসেসর চালিত প্রথম ফোন হিসেবে আজ Vivo X100 এবং Vivo X100 Pro লঞ্চ হতে চলেছে। উভয়ই লেটেস্ট এলপিডিডিআর৫টি র্যাম সাপোর্ট করবে। উল্লেখ্য, Vivo X100 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে ২০২৪ সালের প্রথমার্ধে। আর টপ-এন্ড মডেল অর্থাৎ Vivo X100 Pro+ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।